‘শিশুবক্তার আবারো একদিনের রিমান্ড মঞ্জুর

অনলাইন প্রতিনিধি :: ময়মনসিংহে শিশুবক্তা খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ (বুধবার) সকালে ভার্চুয়াল শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হাই। রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছে কোর্টের সাব ইন্সপেক্টর মো. আব্দুল হাই।

তিনি বলেন, গত ২৮ মার্চ হরতালের নামে নাশকতা, নগরীর চড়পাড়া মোড়ে পুলিশবক্স ভাংচুর, বাসে আগুনসহ পুলিশের ওপর হামলার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় ভার্চুয়ালি হাজির হয়ে কোতেয়ালী থানা পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রফিকুল ইসলাম নেত্রকোনা জেলার পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদ্রাসার পরিচালক। তিনি ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিতি। সরকারবিরোধী ও উস্কানিমূলক বক্তব্যের অভিযেগে গত ৭ এপ্রিল রাতে নেত্রকোনা থেকে তাকে আটক করে র‍্যাব।

এগুলো দেখুন

কোম্পানী ও সমিতির আইন

কোম্পানী ও সমিতির আইন

কোম্পানী ও সমিতির আইন> কোম্পানী খোলতে চাচ্ছেন! কেমন হবে আপনার কোম্পানী, বীমা,নাকি, এনজিও,নাকি সমবায় সমিতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *