প্রিয় দর্শক একজন শিশুর জন্ম নেওয়ার পরে আমরা টুয়েন্টি ফোর আওয়ারস এরমধ্যে চেষ্টা করি যে সেজন্য ব্রেস্টফিডিং টা ভালো পায় বিশেষ করে মায়ের শালদুধ টা খুব দরকার তার জন্য এবং যেটাকে আমরা ন্যাশনাল এন্টিবায়োটিক বলে থাকি ইমন সিস্টেমকে বুস্ট করার জন্য স্পেশাল দিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা খুবই কম সময় সর্বোচ্চ একেবারে ১ থেকে ২ দিন ২৪ ঘন্টা একটা শিশু ১ চা চামচের বেশি আসলে পায় না।
এটাই তার জন্য অনেক বেশি জরুরী কিন্তু ওর বাচ্চাকে তো আসলে বাঁচিয়ে রাখার জন্য প্রথম ছয় মাস মায়ের দুধ খেতে হয় আমরা সবাই জানি কোনো না কোনো কারণে অনেক সময় ২৪ ঘন্টা মায়ের দুধ আসে না এটা অনেক সময় জেনেটিক্যাল কারণ হতে পারে কোন drug-induced হতে পারে বা মায়ের শরীরে হরমোনের কারণে মৃ’ত্যু তৈরি হয় অর্থাৎ ইস্ট্রোজেন হরমোন কম থাকতে পারে অনেকগুলো কারণের মিল্টা না আসতে পারে বাচ্চা ছাতনা করল কিন্তু মেয়েটা আসবে না আবার অনেক সময় মায়ের দুধ খায় কিন্তু বাচ্চারিন টলারেন্স হতে পারে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাকে তখন দুটা বন্ধ করে দেওয়া হয় তখন কিন্তু।
বিকল্প চিন্তা করতে হয় যেটাকে আমরা ফর্মুলা দুধ পড়ে থাকে ফর্মুলা দুধ চা বেশি খেলে মায়ের দুধ এর সমান কখনো হবে না সমকক্ষ করার চেষ্টা করা হয় অ্যাটলিস্ট চেষ্টা করা হয় যে ইঁদুর থেকে যেন তার কোন গ্যাস তৈরি না হয় এ যেন ডিএইচএ সমৃদ্ধ থাকে এবং এটাতে জন্য আয়োজন পর্যাপ্ত পরিমাণে থাকে অর্থাৎ এমন নিয়ম করা আছে যে ফর্মুলা দুধ বাচ্চাকে দিতে হয় তার মধ্যে কিছু রুলস এন্ড রেগুলেশন মেন্টেন করতে হবে তার মধ্যে ওয়ান আপডেট লিঙ্ক যেখানে আয়োজন ফর্টিফাইড আইডেন্টিফাইড এবং হলুদ দিয়েছ সমৃদ্ধ প্রোবায়োটিক সমৃদ্ধ থাকতে হবে যেটা বাচ্চাকে মায়ের দুধ এর সমান কাছাকাছি তাকে সিফিলিস তা দিবে এবং বাচ্চা হেলদি থাকবেনই প্রশ্বাস থাকবে এবং পরিপূর্ণ পুষ্টি যেন পায় সেই ব্যবস্থাটাই কিন্তু ফর্মুলা দূর থেকে করা হয় তাই মায়ের দুধ অনেক অনেক বাচ্চাই পায় না তাদের জন্য কিন্তু ফর্মুলা দুধ দেয় তখন দিতে হবে।