আন্তর্জাতিক ডেস্ক :: তেহরানের উত্তরাঞ্চল থেকে সুইস দূতাবাসের এক কূটনীতিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দূতাবাসের ১ জন কূটনৈতিক কর্মকর্তা দুর্ঘটনায় নিহত হয়েছে। তবে নিহতের পরিচয় প্রকাশ করেনি তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এমন মর্মান্তিক দুর্ঘটনায় মন্ত্রণালয় এবং ফেডারেল কাউন্সেলর ইগনাজিও ক্যাসিস গভীরভাবে শোকাহত। তারা নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
ইরানের ইমার্জেন্সি সার্ভিসের মুখপাত্র মোজতবা খালেদী জানান, ঐ কূটনীতিক যে ভবনে বসবাস করছিলেন তার কর্মীরা তাকে খুঁজে পাচ্ছিলো না। এরপর ১ জন বাগানকর্মী তার মৃতদেহ দেখতে পান।
বিগত ১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লব সংগঠিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছেদ হয়। এরপর ইরানে অবস্থিত সুইস দূতাবাস যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্বার্থ রক্ষার জন্য কাজ করছে।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ।