সুন্দর চুলের জন্য ডিমের পাঁচটি হেয়ার প্যাক

সুন্দর চুলের জন্য ডিমের পাঁচটি হেয়ার প্যাক দুর্বা ডেস্ক :: সাধারণত চুলের যত্নে আমরা অনেক কিছুই না ব্যবহার করি। তবে স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য ডিমের হেয়ার প্যাক খুবই কার্যকরী। দুর্বা টিভির পাঠকদের জন্য সুন্দর চুলের জন্য ডিমের পাঁচটি হেয়ার প্যাক-

১. ডিম ও অলিভ অয়েল হেয়ার প্যাক

প্রথমে ২টি ডিম ও ২ টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিয়ে ভালোভাবে মেশান। এবার চুলের স্ক্যাল্পে লাগিয়ে ৪৫ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

২. ডিম, দুধ ও মধুর হেয়ার প্যাক

একটি পাত্রে ২টি ডিম, ২ চামচ মধু ও ২ টেবিল চামচ দুধ নিয়ে ভালো করে মেশান। চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ দিন এটা ব্যবহার করতে পারেন। দুধ চুল মজবুত করার জন্য খুব উপকারী। দুধে থাকা প্রোটিন চুল মজবুত করে। আর পাশাপাশি মধু চুলকে ময়েশ্চারাইজড করে।

৩. ডিম ও দইয়ের হেয়ার প্যাক

একটি পাত্রে দইয়ের সাথে ডিম মিশিয়ে নিন। এবার চুলের গোড়ায় খুব ভালো করে লাগান প্যাকটি। আধা ঘন্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

৪. ডিম ও কলার হেয়ার প্যাক

একটা ডিম ভালভাবে ফেটে তাতে একটা কলা চটকিয়ে ভালভাবে মেশান। এরপর এতে নারিকেল তেল নিন। এখন মিশ্রনটি চুলে লাগিয়ে ২০-২৫ মিনিট রাখুন। তারপর ভালভাবে শ্যাম্পু করে ফেলুন। এটি চুলের গোড়া মজবুত করবে, চুলের বৃদ্ধি ঘটাবে।


আরো পড়ুন: ব্যাংকে গায়েব হচ্ছে টাকা!


৫. ডিম, মধু ও লেবুর হেয়ার প্যাক

একটি পাত্রে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিন লেবু ও মধু। প্যাকটি লাগিয়ে আধা ঘন্টা অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সবচেয়ে ভালো ফল পেতে প্যাক লাগানোর আগের দিন রাতে চুলে হালকা গরম তেল ম্যাসাজ করে নিন।

সাবধানতা

ডিম দিয়ে তৈরি প্যাক ব্যবহারের পর সবসময় ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুতে হবে। গরম বা হালকা গরম পানি ব্যবহার করলে ডিম চুলে জমে যেতে পারে। অবশ্যই প্যাক দেওয়ার পর শ্যাম্পু ব্যবহার করতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন।

এগুলো দেখুন

ইফতারে তিন পানীয় প্রাণ জুড়াবে

ইফতারে তিন পানীয় প্রাণ জুড়াবে

ইফতারে তিন পানীয় প্রাণ জুড়াবে । জেনে নিন কিভাবে তৈরি করবেন এই তিন পানীয়। ইফতারে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *