বিনোদন ডেস্ক :: ঢাকাই সিনেমার প্রয়াত তারকা দম্পতি সোহেল চৌধুরী ও পারভীন সুলতানা দিতির একমাত্র ছেলে শাফায়েত চৌধুরী বিয়ে করেছে। শাফায়েত চৌধুরী নিজেই এই তথ্য নিশ্চিত করেন। তার স্ত্রী টারা ভ্যান ক্রালিঙ্গেন নেদারল্যান্ডসের নাগরিক। তারা ৬ বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলো।
শাফায়েত ফেসবুক পোস্টে লিখেছেন, ৬ বছর একসাথে কাটানোর পর জীবনের নতুন অধ্যায়ের শুরু। চমৎকার একজন নারীর সাথে যৌথ জীবন শুরু করতে পেরে আনন্দিত।
জানা যায়, বর্তমানে নেদারল্যান্ডসে বসবাস করছেন শাফায়েত। সেখানে রিয়ারসন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে তিনি।
নেদারল্যারন্ডসে বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কারণে সেই আয়োজনে উপস্থিত হতে পারেননি তার বোন লামিয়া চৌধুরী। জুম কলের মাধ্যমে যুক্ত হয়ে ভাইয়ের বউকে স্বাগত জানান দিতিকন্যা। কোভিড-১৯’র সঙ্কটের কারণে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ।