স্ট্রোকের ঝুঁকি কমাবে বিশেষ ডিভাইস আইটি ডেস্ক :: ইপসি হ্যান্ড নামে স্ট্রোকের ঝুঁকি কমায় এমন একটি নতুন ডিভাইস এসেছে। বিশেষ এ ডিভাইসটি মস্তিষ্ক থেকে নিয়ন্ত্রণ করা যাবে। ফলে স্ট্রোক হওয়া অবস্থায় ডিভাইসটি অচেতন হওয়া হাতকে সক্রিয় হতে সাহায্য করবে।
যুক্তরাজ্যের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এ ডিভাইসের অনুমোদন দিয়েছে। ফলে ডিভাইসটি বাজারে আসতে আর বাধা নেই। ডিভাইসটির দুটি অংশ। একটি মাথার কয়েকটি অংশে চক্রাকারে লাগানো থাকে। অন্যটি হাতে যুক্ত থাকে। এ ২টি অংশের মধ্যে সংযোগ আছে।
এ সংযোগের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সিগনাল বিনিময় করা যায়। স্ট্রোকের মুহূর্তে শরীরের সচল অংশ থেকে ডিভাইসটি ব্রেনে সিগন্যাল পাঠাবে, এরপর স্বয়ংক্রিয়ভাবে হাতের কবজি ও পেশিতে থাকা ডিভাইসটির একাংশকে কার্যকর করে দেবে, যাতে হাত সক্রিয় করা যায়।
এর ফলে সম্ভাব্য ঝুঁকি থেকে রেহাই পাওয়া বা করণীয় ঠিক করা অনেকটাই সহজ হবে। স্ট্রোকের রোগীরা এ ডিভাইসটি বাসা বা যে কোনো স্থানে ব্যবহার করতে পারবেন। তবে চিকিৎসকরা বলছেন, এ ডিভাইসটিকে অতিরিক্ত চিকিৎসাব্যবস্থা হিসাবে ব্যবহার করতে হবে।
আরো পড়ুন: বাংলাদেশ টিকা উৎপাদনে সক্ষম: প্রধানমন্ত্রী
অর্থাৎ এটি স্ট্রোক ঝুঁকি কমানোর প্রাথমিক বা মূল উপায় নয়। স্ট্রোক হওয়ার পর অনেকেরই হাত স্বাভাবিক কর্মক্ষম থাকে না। একটা পর্যায়ে প্যারালাইজড হওয়ারও আশঙ্কা থাকে। পরিস্থিতি এ পর্যায়ে যাওয়ার আগেই ডিভাইসটির মাধ্যমে হাতের ব্যায়াম করলে অবস্থার উন্নতি হতে পারে।
আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন।