বিশেষ প্রতিনিধি :: গত কয়েকদিনের সহিংসতায় সংগঠনের প্রতি ক্ষুব্ধ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুল আউয়াল। তিনি এ কারণে দলের পদসহ হেফাজতের কোনো পর্যায়েই নিজেকে রাখতে চাইছেন না। সোমবার নারায়ণগঞ্জের ডিআইটি বাণিজ্যিক এলাকায় রেলওয়ে জামে মসজিদে শবে বরাতের বয়ানেও তিনি হেফাজতের ঘটনায় নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
মঙ্গলবার নায়েবে আমির আবদুল আউয়ালের দল ছাড়ার বিষয়টি হেফাজতের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। মঙ্গলবার কেন্দ্রীয় নায়েবে আমির ও হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটির আমির আবদুল আউয়ালের বয়ানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ।
আবদুল আউয়ালের খাদেম মাহাদী হাসান দল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, নায়েবে আমির নিজ থেকেই তার পদ ছেড়ে দিচ্ছেন। এদিকে কেন্দ্রীয় নায়েবে আমিরের এ সিদ্ধান্তের বিষয়ে হেফাজতের শীর্ষ কোনো নেতার তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।