২০২১ সালে অত্যন্ত ব্যয়বহুল বিশ্বের যে ১০ শহর

আন্তর্জাতিক ডেস্ক :: বিদেশিকর্মীদের জন্য তুর্কেমেনিস্তানের রাজধানী আশখাবাদ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর। সম্প্রতি জীবনযাত্রার খরচের ওপর মার্সারের জরিপে এ তথ্য উঠে আসে।

বার্ষিক প্রতিবেদনে হাউজিং, পরিবহন, খাদ্য ও বিনোদন খরচের ভিত্তিতে ২০৯ শহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। জরিপের বেসলাইন হচ্ছে নিউইয়র্ক শহর।

আশখাবাদ ২০২০ সালের ২ নম্বর ব্যয়বহুল শহর ছিল। দেশটির সাম্প্রতিক অর্থনৈতিক মন্দার কারণে খাদ্যসংকট এবং অত্যধিক মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে কয়েক বছর ধরে শহরটিতে জীবনযাত্রার খরচ বেড়েই চলেছে।

তালিকায় সবচেয়ে অবাক করা নাম হচ্ছে লেবাননের রাজধানী বৈরুত। যার অবস্থান ২০২০ সালেও ছিল ৪৫ নম্বরে, সে শহর ২০২১ সালের তালিকায় চলে এসেছে ৩ নম্বরে।

দেখে নিন কোন ১০ শহর অত্যন্ত ব্যয়বহুল

১. আশখাবাদ (তুর্কেমেনিস্তান)

২. হংকং (চীন)

৩. বৈরুত (লেবানন)

৪. টোকিও (জাপান)

৫. জুরিখ (সুইজারল্যান্ড)

৬ সাংহাই (চীন)

৭ সিঙ্গাপুর

৮. জেনেভা (সুইজারল্যান্ড)

৯. বেইজিং (চীন)

১০. বের্ন (সুইজারল্যান্ড)

তালিকায় সবার শেষে রয়েছে কিরগিজস্তানের রাজধানী বিশকেক।

আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন।

এগুলো দেখুন

বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দর

বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দর

জেনে নিন বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দর সম্পর্কে। আসুন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যায়। একবিংশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *