প্রকাশ করা হলো 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার (১৪ জুন) এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মঙ্গলবার সেটি ওয়েবসাইটে আপলোড করেছে মাউশি।
মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে ২০২০ সালের ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে বিভিন্ন মাধ্যমে পাঠদান অব্যাহত রাখা হয়েছে।
এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় গত বছর থেকে মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত অ্যাসাইনমেন্ট চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটি) সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে।
সেই সিলেবাসের আলোকে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হলো।
অ্যাসাইনমেন্ট ও নির্দেশনা দেখতে এখানে ক্লিক করুন
আরো পড়ুন:অটোপাস পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন।