৪৪তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি প্রথম পর্ব

৪৪তম বিসিএস ক্যাডার হতে চাইলে জানতে হবে ভালো করে পড়তে হবে। বিসিএস ক্যাডার হওয়া কার না পছন্দ। সরকারি চাকরির এই সোনার হরিণ ধরতে বহু সাধনা করতে হয়। ক্যাডার হওয়ার স্বপ্ন দেখলে প্রস্তুতিটা নিতে হবে নিখুঁত। যেসব চাকরিপ্রার্থী ইতোমধ্যে প্রস্তুতি নেয়া শুরু করেছেন, তাদের জন্য বিজ্ঞান বিষয়ে কিছু বহুনির্বচনী প্রশ্ন দেয়া হলো, যেগুলো সরকারি বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে।

৪৪তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি প্রথম পর্ব। ধারাবাহিক ভাবে পড়তে বা জানতে আমাদের সাথে থাকুন। জেনে নিন বিসিএস পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসবে। সে সম্পর্কে কিছু ধারনা দেয়া হলো।

১. বাংলাদেশের মোট উপজেলা কতটি?

ক. ৪৯৪টি খ. ৪৯৩টি গ. ৪৯৫টি ঘ. ৪৯৬টি

২. বাংলাদেশের সর্বশেষ (২৮তম) গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?

ক. তিতাস, ব্রাহ্মণবাড়িয়া খ. রশিদপুর, হবিগঞ্জ

গ. ছাতক, সুনামগঞ্জ ঘ. জকিগঞ্জ, সিলেট

৩. বাংলাদেশের শীর্ষ আমদানি পণ্য কোনটি (টাকার অঙ্কে)?

ক. তুলা খ. তরলীকৃত প্রাকৃতিক গ্যাস

গ. ডিজেল ঘ. ফার্নেস অয়েল

৪. GDP-এর সাময়িক হিসাব ২০২০-২০২১ মতে প্রবৃদ্ধির হার কত?

ক. ৪.৪৭% খ. ৫.৪৭% গ. ৬.৪৭% ঘ. ৭.৪৭%

৫. সম্প্রতি তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে কবে?

ক. ৯ আগস্ট ২০২১ খ. ১১ আগস্ট ২০২১

গ. ১৩ আগস্ট ২০২১ ঘ. ১৫ আগস্ট ২০২১

৬. International Year of Glass কোন সাল?

ক. ২০২২ সাল খ. ২০২৩ সাল

গ. ২০২৪ সাল ঘ. ২০২৫ সাল

৭. নিচের কোন স্থানটি UNESCO-এর বিশ্ব ঐতিহ্যের মর্যাদা হারায়?

ক. আরবীয় অ্যারিক্স অভয়ারণ্য (ওমান)

খ. ড্রেসডেন এলবে উপত্যকা (জার্মানি)

গ. লিভারপুল মেরিটাইম মার্কেন্টাইল সিটি (যুক্তরাজ্য)

ঘ. ওপরের সবগুলো

৮. বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?

ক. ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ২০২১

খ. ৮ থেকে ১১ অক্টোবর ২০২১

গ. ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর ২০২১

ঘ. ৩ থেকে ৬ ডিসেম্বর ২০২১

৯. বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

ক. আবুজা, নাইজেরিয়া খ. জেনেভা, সুইজারল্যান্ড

গ. ব্রাসিনিয়া, ব্রাজিল ঘ. হ্যানয়, ভিয়েতনাম

১০. ২৪তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?

ক. ২৯ জুলাই থেকে ২ আগস্ট ২০২২ খ. ২ থেকে ৮ আগস্ট ২০২২

গ. ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর ২০২২

ঘ. ৭ থেকে ১২ নভেম্বর ২০২২

৪তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি প্রথম পর্ব

১১. ২৪তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

ক. বেইজিং, চীন খ. তেহরান, ইরান

গ. প্যারিস, ফ্রান্স ঘ. মন্ট্রিল, কানাডা

বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা-২০২১

১২. রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?

ক. যুক্তরাষ্ট্র খ. চীন গ. জার্মানি ঘ. নেদারল্যান্ডস

১৩. আমদানিতে শীর্ষ দেশ কোনটি?

ক. চীন খ. জার্মানি গ. যুক্তরাষ্ট্র ঘ. জাপান

১৪. পোশাক রপ্তানি শীর্ষ দেশ কোনটি?

ক. চীন খ. বাংলাদেশ গ. ভিয়েতনাম ঘ. ভারত

৪তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি প্রথম পর্ব

১৫. একক দেশ হিসাবে বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?

ক. ১ম খ. ২য় গ. ৩য় ঘ. ৪র্থ

৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক

১৬. এটি কবে অনুষ্ঠিত হয়?

ক. ৩ জুলাই থেকে ৩ আগস্ট ২০২১ খ. ১৩ জুলাই থেকে ৭ আগস্ট ২০২১

গ. ২৩ জুলাই থেকে ৮ আগস্ট ২০২১ ঘ. ২৯ জুলাই থেকে ১৯ আগস্ট ২০২১

১৭. এটি কোথায় অনুষ্ঠিত হয়?

ক. মাদ্রিদ, স্পেন খ. টোকিও, জাপান

গ. ইস্তানবুল, তুরস্ক ঘ. লন্ডন, যুক্তরাজ্য

১৮. শীর্ষ পদকজয়ী দেশ কোনটি?

ক. যুক্তরাষ্ট্র খ. চীন গ. জাপান ঘ. গ্রেট ব্রিটেন

১৯. দ্রুততম মানব কে?

ক. মুতাজ ঈসা বারসিম (কাতার) খ. জিয়ান মার্কো তামবেরি (ইতালি)

গ. মার্সেল জ্যাকবস (ইতালি) ঘ. জ্যাভলিন চোপরা (ভারত)

২০. দ্রুততম মানবী কে?

ক. মোমিজিনিশিয়া (জাপান)

খ. ম্যারিহান্না (অস্ট্রেলিয়া)

গ. গ্রিফিথ জয়নার (যুক্তরাষ্ট্র)

ঘ. অ্যালেইন থম্পসন-হেরাহ (জ্যামাইকা)

উত্তর : ১গ ২ঘ ৩ক ৪খ ৫ঘ ৬ক ৭ঘ ৮গ ৯খ ১০ক ১১ঘ ১২খ ১৩গ ১৪ক ১৫গ ১৬গ ১৭খ ১৮ক ১৯গ ২০ঘ।

গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

আসন ২৬ লাখ, পাশ করেছে ২১ লাখ! শূন্য থাকবে কত!

আসন ২৬ লাখ, পাশ করেছে ২১ লাখ! শূন্য থাকবে কত!

আসন ২৬ লাখ, পাশ করেছে ২১ লাখ! শূন্য থাকবে কত! এসএসসি ও সমমান পরীক্ষায় রেকর্ড পাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *