বিনোদন ডেস্ক :: টলিউড ইন্ডাস্ট্রিতে আবার কােভিড-১৯র থাবা। এবার মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে সুপারস্টার জিৎ। আজ (মঙ্গলবার) নিজেই টুইট করে এমন সংবাদ জানান সুপারস্টার জিৎ। টুইটারে অভিনেতা লেখেছেন, “সকলকে জানাতে চাই আমি কােভিড-১৯ পজিটিভ। এখন বাড়িতেই আইসোলেশনে আছি। চিকিৎসকদের পরামর্শ মেনেই নিজের খেয়াল রাখছি। গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, …
সম্পূর্ণ দেখুন