অষ্টম শ্রেণি:কিশোর কাজি প্রশ্নোত্তর Download Free PDF
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
অষ্টম শ্রেণির প্রিয় শিক্ষার্থী: আজ বাংলা ১ম পত্রের ‘কিশোর কাজি’ (আরব্য উপন্যাস অবলম্বনে) গল্প থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর ফ্রি পিডিএফ ফাইলসহ দেওয়া হলো। সুবিধা মতো পড়ার জন্য নিচের লি:ক দেওয়া আছে। প্রয়োজনে ফ্রি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবে।
- উত্তর ডাউনলোড করুন>(PDF) Class8:ইংরেজি ১ম পত্র, Unit–1, Lesson–05 প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন> (PDF) Class8:ইংরেজি ১ম পত্র, Unit–1, Lesson–04 প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন> (PDF) Class8:ইংরেজি ১ম পত্র, Unit–1, Lesson–03 প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন>(PDF) Class8:ইংরেজি ১ম পত্র, ইউনিট ১ লেসন ২বি‘র প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন> (PDF) অষ্টম শ্রেণি: Read the text and answer the questions
- উত্তর ডাউনলোড করুন>অষ্টম শ্রেণি:অনুধাবন শক্তি ও অনুচ্ছেদ উত্তরসহ (PDF)
- উত্তর ডাউনলোড করুন> অষ্টম শ্রেণি:“ভাব-সম্প্রসারণ“(PDF DOWNLOAD)
- উত্তর ডাউনলোড করুন> (PDF)অষ্টম শ্রেণি:সারাংশ ও সারমর্ম`লেখার নিয়ম বা কৌশল
- উত্তর ডাউনলোড করুন> (PDF)অষ্টম শ্রেণি:বাঙালির বাংলা কাজী নজরুল ইসলাম‘ প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:পড়ে পাওয়া বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
- উত্তর ডাউনলোড করুন> ভাব ও কাজ প্রশ্নের উত্তর
১. হারুন-অর-রশিদ কোথাকার শাসক ছিলেন?
ক. বাগদাদের খ. ইরানের গ.বাহরাইনের ঘ. সৌদি আরবের
২. খলিফা বালকদের খেলা থেকে কী শিখেছিলেন? [য. বো. ’১৫]
ক শাস্তি প্রদানের কৌশল খ. বিচার করার কৌশল
গ সত্য উদ্ঘাটনের কৌশল ঘ রায় দেওয়ার কৌশল
৩. নাজিম হলো-
র. নিষ্ঠুর ও নিপীড়ক রর. লোভী ও স্বার্থপর
ররর. বিশ্বাসঘাতক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪. আলী মোহরের অস্তিত্ব প্রমাণ করতে পারল না। কারণ-
ক কলসিতে কোনো মোহর ছিল না
খ মোহর রাখার কোনো সাক্ষী ছিল না
গ আলী সত্য কথা বলছিল না
ঘ নাজিম কোনো সহযোগিতা করছিল না
নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
অমল বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে পাঠকচক্রের বই নিয়ে বন্ধু বিমলকে ধার দেয়। কিছুদিন পরে অমল বইটি ফেরত চাইলে বিমল তা সম্পূর্ণ অস্বীকার করে।
৫. উদ্দীপকের বিমল ‘কিশোর কাজি’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধি?
ক আলিকোজাই খ কাজি
গ নাজিম ঘ নাজিমের স্ত্রী
৬. উক্ত সাদৃশ্যপূর্ণ চরিত্রে বিশেষভাবে প্রতীয়মান
ক কূটকৌশল খ হীনম্মন্যতা গ প্রতারণা ঘ ধূর্ততা
৭. খলিফা যে রাতে বালকদের খেলা দেখছিল সে রাত কেমন ছিল?
ক অমাবস্যার রাত খ পূর্ণিমার রাত
গ মেঘাচ্ছন্ন রাত ঘ ধূসর রাত
৮. ‘কিশোর কাজি’ গল্পে বালকেরা কী দিয়ে জলপাইয়ের কলসি ভর্তি করেছিল?
ক ইটের কুচি খ নুড়িপাথর গ মাটির ঢেলা ঘ কাগজের টুকরা
৯. ‘কিশোর কাজি’ গল্পে কিশোর কাজির কর্মকাণ্ডে প্রকাশ পেয়েছে-
ক কর্মদক্ষতা খ বিচক্ষণতা গ অভিজ্ঞতা ঘ দায়িত্বশীলতা
১০. আলী কোজাই পেশায় ছিলেনÑ
ক ব্যবসায়ী খ কৃষক গ চাকরিজীবী ঘ বিচারক
১১. হারুন-অর-রশিদের উপাধি কী ছিল?
ক বাদশাহ খ সম্রাট গ রাজা ঘ খলিফা
নিচের উদ্দীপকটি পড় এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও :
জুবায়ের ও মতিন দুই বন্ধু। মনির বিপদে পড়ায় জুবায়ের তাকে কিছু টাকা ধার দেয়। পরে প্রয়োজন পড়ায় জুবায়ের তার টাকাগুলি ফেরত চাইলে মনির টাকা নেওয়ার ব্যাপারটি অস্বীকার করে।
১২. উদ্দীপকের ঘটনার সাথে তোমার পঠিত কোন রচনার বিষয়বস্তুর মিল রয়েছে?
ক মার্চেন্ট অব ভেনিস
খ কিশোর কাজি
গ রাজকুমার ও ভিখারীর ছেলে
ঘ সাড়ে তিন হাত জমি
১৩. উল্লিখিত রচনায় প্রকাশ পেয়েছেÑ
ক প্রতিহিংসা ভালো নয়
খ বুদ্ধিমত্তার মূল্য আছে
গ লোভের পরিণতি হয় ভয়ানক
ঘ অতিরিক্ত কৌতূহল বিপদ ডেকে আনে
১৪. ‘কিন্তু আমি তা ছুঁইনি।’ উক্তিটি কার?
ক নাজিমের খ আলী কোজাইয়ের
গ নাজিমের স্ত্রীর ঘ বালক কাজীর
১৫. যত্মে রাখলে জলপাই বড়জোর কয় মাস টাটকা থাকে?
ক চার মাস খ পাঁচ মাস গ ছয় মাস ঘ সাত মাস
১৬. সোনার মোহর কীসের ভিতর ছিল?
ক বাক্সের খ গ্লাসের গ পাতিলের গ কলসির
১৭. আলী কোজাই পেশায় ছিলেন
ক ব্যবসায়ী খ কৃষক গ চাকরিজীবী ঘ বিচারক
১৮. কতদিন আলী কোজাই-এর খোঁজ পাওয়া যায়নি?
ক দু’বছর খ তিনবছর গ পাঁচবছর ঘ সাতবছর
১৯. নিরুপায় হয়ে আলী কোজাই কোথায় নালিশ করল?
ক ফৌজদারি আদালতে খ খলিফার দরবারে
গ কাজির দরবারে ঘ দেওয়ানি আদালতে
নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও:
সাগরের নিকট থেকে তার বন্ধু সোহাগ কয়েকটি বই পড়তে নিয়ে যায়। সাগরের প্রয়োজনে বইগুলো ফেরত চাইলে সোহাগ বই নেয়ার বিষয়টি অস্বীকার করে। এতে দুজনের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়।
২০. উদ্দীপকের সোহাগের সাথে ‘কিশোর কাজি’ গল্পের কোন চরিত্রের মিল পাওয়া যায়?
ক নাজিমের খ কিশোর কাজির
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
- উত্তর ডাউনলোড করুন> (PDF) অষ্টম শ্রেণি:পড়ে পাওয়া বহুনির্বাচনি প্রশ্নের উত্তর (51-84)
- উত্তর ডাউনলোড করুন>ভাব ও কাজ:বহুনির্বাচনি প্রশ্নোত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন>ভাব ও কাজ:প্রবন্ধের কীসের মতো (PDF)
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:পড়ে পাওয়া বহুনির্বাচনি প্রশ্নের উত্তর (85-112)
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:‘মানবধর্ম’সৃজনশীল প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন>অষ্টম শ্রেণি:‘মানবধর্ম’অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন>অষ্টম শ্রেণি:মানবধর্ম‘‘ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:মানবধর্ম‘‘ সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর 50-66
- উত্তর ডাউনলোড করুন> (PDF) অষ্টম শ্রেণি:মানবধর্ম‘‘ সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর 21-49
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:“মানবধর্ম“বহুনির্বাচনি প্রশ্নোত্তর