অষ্টম শ্রেণি:মানবধর্ম‘‘ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর>
- মানবধর্ম
- লালন শাহ
কবি-পরিচিতি
নাম লালন শাহ্।
জন্ম পরিচয় জন্ম তারিখ:১৭৭২ খ্রিষ্টাব্দ; জন্মস্থান: ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়া। শিক্ষাজীবন প্রাতিষ্ঠানিক বিদ্যালাভ না করলেও নিজের চিন্তা ও সাধনায় তিনি হিন্দু ও মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন। এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির মিলনে তিনি নতুন এক দর্শন প্রচার করেন।
কর্মজীবন বসন্ত রোগে আক্রান্ত হওয়ার পর সিরাজ শাহ্ নামক একজন বাউল সাধক তাঁকে সেবা শুশ্রƒষা করে বাঁচিয়ে তোলেন। এরপর মরমি সাধনায় আত্মনিয়োগ করে সিরাজ শাহের সাথে পালকি বহনের কাজ করে তিনি জীবনধারণ করতেন।
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:মানবধর্ম‘‘ সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর 50-66
- উত্তর ডাউনলোড করুন> (PDF) অষ্টম শ্রেণি:মানবধর্ম‘‘ সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর 21-49
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:“মানবধর্ম“বহুনির্বাচনি প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন> (PDF)অষ্টম শ্রেণি:বাঙালির বাংলা কাজী নজরুল ইসলাম‘ প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:পড়ে পাওয়া বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
- উত্তর ডাউনলোড করুন> ভাব ও কাজ প্রশ্নের উত্তর
সাহিত্যকর্ম লালন শাহ্ রচিত গানের সংখ্যা সহস্রাধিক। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘বাড়ির কাছে আরশী নগর’,
‘আমার ঘরখানায় কে বিরাজ করে’, ‘নানা বরণ গাভীরে ভাই, একই বরণ দুধ’, ‘জাত গেল জাত গেল বলে’, ‘মিলন হবে কত দিনে’, ‘আর আমারে মারিস না’, ‘তিন পাগলে হলো মেলা’ প্রভৃতি।
জীবনাবসান মৃত্যু তারিখ: ১৭ই অক্টোবর, ১৮৯০ খ্রিষ্টাব্দ।
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
০১. লালন শাহ্ ধর্মীয় শাস্ত্রে জ্ঞানার্জন করেন (অনুধাবন)
- র. চিন্তার মাধ্যমে
- রর. সাধনার মাধ্যমে
- ররর. উপলব্ধির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
- ক র ও রর
- খ র ও ররর
- গ রর ও ররর
- ঘ র, রর ও ররর
০২. লালন শাহ্র প্রচারিত মানবদর্শন গড়ে উঠেছিলÑ (অনুধাবন)
- র. তাঁর অর্জিত জ্ঞানের মাধ্যমে
- রর. তাঁর অভিজ্ঞতার মাধ্যমে
- ররর. তাঁর উপলব্ধির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
- ক র ও রর
- খ র ও ররর
- গ রর ও ররর
- ঘ র, রর ও ররর
০৩. লালন শাহ্ যে শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেন (অনুধাবন)
- র. জৈন
- রর. ইসলাম
- ররর. হিন্দু
নিচের কোনটি সঠিক?
- ক র ও রর
- খ র ও ররর
- গ রর ও ররর
- ঘ র, রর ও ররর
মূলপাঠ
০৪. প-িত অনুপম রায় নিজের ধর্ম ও জাত নিয়ে গর্ব করেন। ‘মানবধর্ম’ কবিতা অনুযায়ী তার আচরণে ফুটে উঠেছে (প্রয়োগ)
- র. সাম্প্রদায়িকতা
- রর. ধর্মান্ধতা
- ররর. অসাম্প্রদায়িকতা
নিচের কোনটি সঠিক?
- ক র ও রর
- খ র ও ররর
- গ রর ও ররর
- ঘ র, রর ও ররর
০৫. মানুষ জাত চেনানোর জন্য (অনুধাবন)
- র. তসবি গলায় দেয়
- রর. মালা পরে
- ররর. খাবার খায়
নিচের কোনটি সঠিক?
- ক র ও রর
- খ র ও ররর
- গ রর ও ররর
- ঘ র, রর ও ররর
০৬. মানুষের জাতের চিহ্ন থাকে না (অনুধাবন)
- র. জন্মের সময়
- রর. প্রার্থনার সময়
- ররর. মৃত্যুর সময়
নিচের কোনটি সঠিক?
- ক র ও রর
- খ র ও ররর
- গ রর ও ররর
- ঘ র, রর ও ররর
০৭. লালন শাহ্ (অনুধাবন)
- র. মনুষ্যধর্মকে গুরুত্বপূর্ণ মনে করতেন
- রর. জাত-বিভেদ লোপ করতে বলেছেন
- ররর. হিন্দুধর্মকে বেশি প্রাধান্য দিয়েছেন
নিচের কোনটি সঠিক?
- ক র ও রর
- খ র ও ররর
- গ রর ও ররর
- ঘ র, রর ও ররর
০৮. ‘মানবধর্ম’ কবিতার পঙ্ক্তি (অনুধাবন)
- র. কেউ মালা, কেউ তসবি গলায়
- রর. কুয়ায় গেলে কূপজল হয়
- ররর. গঙ্গায় গেলে গঙ্গাজল হয়
নিচের কোনটি সঠিক?
- ক র ও রর
- খ র ও ররর
- গ রর ও ররর
- ঘ র, রর ও ররর
পাঠ-পরিচিতি
০৯. ‘মানবধর্ম’ কবিতায় লালন শাহ্ (উচ্চতর দক্ষতা)
- র. মনুষ্যধর্মকে মূল বিষয় হিসেবে উপস্থাপন করেছেন
- রর. জাতকে গুরুত্বহীন মনে করেছেন
- ররর. সততাকে জীবনের শ্রেষ্ঠ দিক হিসেবে উপস্থাপন করেছেন
নিচের কোনটি সঠিক?
- ক র ও রর
- খ র ও ররর
- গ রর ও ররর
- ঘ র, রর ও ররর
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
- উত্তর ডাউনলোড করুন>(PDF)অষ্টম শ্রেণি:বাঙালির বাংলা সাধারণ বহুনির্বাচনি‘ প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন> (PDF) অষ্টম শ্রেণি:পড়ে পাওয়া বহুনির্বাচনি প্রশ্নের উত্তর (51-84)
- উত্তর ডাউনলোড করুন>ভাব ও কাজ:বহুনির্বাচনি প্রশ্নোত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন>ভাব ও কাজ:প্রবন্ধের কীসের মতো (PDF)
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:পড়ে পাওয়া বহুনির্বাচনি প্রশ্নের উত্তর (85-112)