এইচএসসি ২০২২: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

এইচএসসি ২০২২ : ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

ইতিহাসের গুরুত্ব প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস ইতিহাসের গুরুত্ব প্রসঙ্গে বলেছেন, অতীত কালে যা ঘটেছে তাঁর সঠিক জ্ঞান ভবিষ্যতে প্রয়োজন আসবে, কারণ মানুষের কর্মকান্ডের সম্ভাব্যতার নিরিখে ভবিষ্যতেও একই ধরণের ঘটনা পুনরায় সংঘটিত হবে। তাই, সমাজবিজ্ঞানের শাখা হিসাবে ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ।

প্রাক-ইসলামি আরব

বহুনির্বাচনি প্রস্তুতি

১। ইতিহাসের জনক কে?

ক) হোমার খ) হেরোডোটাস

গ) এরিস্টটল ঘ) প্লেটো

২। আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন?

ক) মরুভূমির দেশ বলে

খ) আরব পবিত্র ভূমি হওয়ায়

গ) আরব সাগরের তীরে অবস্থিত বলে

ঘ) তিনদিক জলবেষ্টিত হওয়ায়

৩। আরব ভূখণ্ড আয়তনের দিক থেকে ইউরোপের কত অংশ?

ক) এক-তৃতীয়াংশ খ) এক-চতুর্থাংশ

গ) এক-পঞ্চমাংশ ঘ) দুই-তৃতীয়াংশ

৪। পিরামিড কী?

ক) রাজপ্রাসাদ খ) দুর্গ

গ) সমাধি ঘ) মন্দির

৫। নগর-রাষ্ট্রের কখন উদ্ভব হয়?

ক) হিব্রুদের সময় খ) ব্যাবলীয়দের সময়

গ) রোমীয়দের সময় ঘ) গ্রিকদের সময়

৬। ইসলাম-পূর্ব যুগে দেবতাদের সামনে নরবলি দেওয়া হতো-

ক) দেবতার রক্ততৃষ্ণা মিটানোর জন্য

খ) মানুষকে দেবতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য

গ) দেবতার সন্তুষ্টির জন্য

ঘ) দেবতার প্রতিহিংসা থেকে রক্ষা পাওয়ার জন্য

৭। প্রাচীন মিশরের রাজাদের বলা হতো-

ক) বাদশাহ খ) সম্রাট

গ) ফারাও ঘ) প্রভু

৮। ‘আইয়াম’ শব্দের অর্থ কী?

ক) নদী খ) যুগ

গ) সম্পদ ঘ) পৃথিবী

এইচএসসি ২০২২ : ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

৯। বেদুইন সমাজের মূলভিত্তি ছিল কোনটি?

ক) বংশ গৌরব খ) ধর্মীয় চেতনা

গ) যুদ্ধ প্রথা ঘ) গোত্র প্রথা

১০। মিশরীয়দের প্রধান দেবতার নাম কী?

ক) খুফু রে খ) রা রে

গ) আমন ঘ) শামস রে

এইচএসসি ২০২২ : ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

১১। হাম্বুরাবি কেন বিখ্যাত?

ক) আইন সংকলনের জন্য খ) বীরত্বের জন্য

গ) কবিতার জন্য ঘ) দানশীলতার জন্য

১২। সুমেরীয়দের লিখন পদ্ধতির নাম কী ছিল?

ক) হায়ারোগ্লিফিক খ) ইউনিফর্ম

গ) ক্যালিওগ্রাফি ঘ) কিউনিফর্ম

১৩। মূল আরবরা কার বংশধর ছিলেন?

ক) হাপির খ) ওয়ালির

গ) কাহতানের ঘ) জারহামের

১৪। ‘দারুল নাদওয়া’ কী?

ক) মন্ত্রণা পরিষদ

খ) মন্ত্রণাসভা

গ) অভ্যর্থনা পরিষদ

ঘ) কাবাগৃহের রক্ষণাবেক্ষণ পরিষদ

এইচএসসি ২০২২ : ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

১৫। কোন দার্শনিককে ‘পৃথিবীর প্রথম শিক্ষক’ বলা হয়?

ক) সক্রেটিস খ) এরিস্টটল

গ) প্লেটো ঘ) জেনোফোন

১৬। পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটি?

ক) মিশরীয় খ) ক্যালডীয়

গ) গ্রিক ঘ) হিব্রু

১৭। ‘ইয়েমেন’ শব্দের অর্থ কী?

ক) সুখী খ) বিত্তশালী

গ) সম্মানিত ঘ) ঐশ্বর্যশালী

১৮। ‘কুরাইশ’ শব্দের অর্থ কী?

ক) সওদাগর খ) রাজনীতিবিদ

গ) ধর্মপ্রচারক ঘ) মহান বীর

১৯। আরব দেশে বৃক্ষরানি বলা হয় কোন গাছকে?

ক) সেগুন গাছ খ) পাম গাছ

গ) খেজুর গাছ ঘ) নিম গাছ

২০। ইসলাম-পূর্ব যুগে বেদুইনরা কোন ধর্মে বিশ্বাসী ছিলেন?

ক) পৌত্তলিক খ) জড়বাদী

গ) ইহুদি ঘ) হিন্দু

২১। আরবের কোন প্রদেশকে সুখী আরব ভূমি বলে?

ক) হেজাজ খ) ওমান

গ) হাজরামাউত ঘ) ইয়েমেন

উত্তর : ১খ ২ঘ ৩ক ৪গ ৫ঘ ৬গ ৭গ ৮খ ৯ঘ ১০গ ১১ক ১২ঘ ১৩গ ১৪খ ১৫ক ১৬ক ১৭ক ১৮ক ১৯গ ২০খ ২১ঘ।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

আসন ২৬ লাখ, পাশ করেছে ২১ লাখ! শূন্য থাকবে কত!

আসন ২৬ লাখ, পাশ করেছে ২১ লাখ! শূন্য থাকবে কত!

আসন ২৬ লাখ, পাশ করেছে ২১ লাখ! শূন্য থাকবে কত! এসএসসি ও সমমান পরীক্ষায় রেকর্ড পাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *