করোনা: ১০০ মিলিয়ন ডলারের বেশি মার্কিন সহায়তা পাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক :: কোভিড-১৯ দ্বিতীয় ঢেউ সামলাতে ভারতে ১০০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মেডিক্যাল উপকরণ সহায়তা হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল (বুধবার ২৮ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস।

বিবৃতিতে বলা হয়েছে, আজ (বৃহস্পতিবার ২৯ এপ্রিল) থেকেই এসব সহায়তা ভারতে পৌঁছাতে শুরু করবে এবং এই প্রক্রিয়া আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে। বাইডেন প্রশাসনের পাঠানো সহায়তা উপকরণগুলোর মধ্যে রয়েছে ১ হাজার অক্সিজেন সিলিন্ডার, দেড় কোটি এন৯৫ মাস্ক, ১০ লাখ র‌্যাপিড ডায়াগনস্টিক টেস্ট।

এছাড়া ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার কাছে যুক্তরাষ্ট্রের টিকা উপকরণের নিজস্ব অর্ডারও ভারতে পাঠানোর নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। সেগুলো দিয়ে ভারতীয়রা অন্তত ২ কোটি ডোজ কোভিড টিকা উৎপাদন করতে পারবে।

বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, মহামারি শুরুর দিকে আমাদের হাসপাতালগুলোর সংকটকালীন মুহূর্তে ভারত যেভাবে সহায়তা পাঠিয়েছিল, যুক্তরাষ্ট্রও সেভাবে ভারতের প্রয়োজনের সময় সাহায্য করতে বদ্ধপরিকর।

গত কয়েক সপ্তাহ ধরে ভারতে কোভিড সংক্রমণের রীতিমতো সুনামি বয়ে যাচ্ছে। গতকাল (বুধবার ২৮ এপ্রিল) সেখানে নতুন করে কোভিড পজিটিভ শনাক্ত হয়েছে ৩ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ। ১ দিনে এত মানুষ কোভিড-১৯ আক্রান্ত হওয়ার রেকর্ড এর আগে দেখেনি বিশ্ব। এদিন করোনাজনিত কারণে ২ লাখ মৃত্যুর ভয়াবহ মাইলফলকও পার হয়েছে ভারত।

সংক্রমণের এমন ঊর্ধ্বগতিতে রোগীর চাপ ঠেকাতে হিমশিম খাচ্ছে ভারতের হাসপাতালগুলো। তার সঙ্গে যোগ হয়েছে অক্সিজেনের ভয়াবহ সংকট। প্রায় প্রতিদিনই সেখানে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনা ঘটছে। এমন মহাবিপদে ভারতকে সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ বেশ কয়েকটি দেশ। এমনকি ‘চিরশত্রু’ পাকিস্তানও বিভেদ ভুলে প্রতিবেশীদের সাহায্য করতে চেয়েছে।

 

 

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ।

এগুলো দেখুন

বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দর

বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দর

জেনে নিন বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দর সম্পর্কে। আসুন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যায়। একবিংশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *