স্পোর্টস ডেস্ক :: বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসেও স্বর্ণপদক জয়ের ধারাবাহিকতা বজায় রেখে দুই কারাতেকা কন্যা হুমায়রা আক্তার অন্তরা এবং মারজান আক্তার প্রিয়া।
আজ (বুধবার) বান্দরবান জেলা জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত নারীদের ৫৫ কেজি কুমিতে সেনাবাহিনীর মারজান আক্তার প্রিয়া স্বর্ণ, আনসারের জান্নাতুল ফেরদৌস সুমি রুপা এবং গাজীপুরের নাইমা সিকদার ও সুনামগঞ্জের কামরুন নাহার হ্যাপী ব্রোঞ্জপদক জেতে।
নারীদের ৬১ কেজি কুমিতে আনসারের হুমায়রা আক্তার অন্তরা স্বর্ণ. বান্দরবানের মেসাই ওয়াং রুপা এবং পুলিশের তাসলিমা খাতুন ও সেনাবাহিনীর হাসিনা খাতুন ব্রোঞ্জপদক জেতে।
এ ছাড়া পুরুষদের ৬০ কেজি কুমিতে সেনাবাহিনীর আল আমিন ইসলাম স্বর্ণ, স্পারসোর ইউসুফ আলী ও নারায়ণগঞ্জের রাব্বি আলী ব্রোঞ্জপদক জেতে।
পুরুষদের ৬৭ কেজি কুমিতে আনসারের জর্জিস আনোয়ার নাইম স্বর্ন, সেনাবাহিনীর ফেরদাউস রুপা এবং ঢঅকার বাচিং মং মার্মা ও বিকেএসপির নাফিউল ইসলাম ব্রোঞ্জপদক জেতে।