গলা কাটা অবস্থায় ব্যবসায়ীর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক :: চাঁদপুর সদর উপজেলায় এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল (মঙ্গলবার ২২ জুন) সন্ধ্যায় উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গোম্বুজ মসজিদসংলগ্ন বিলে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. মজিবুর রহমান মজু খাঁ (৬০)। তিনি চান্দ্রা ইউনিয়ন ১নং ওয়ার্ড মধ্য বাখরপুর গ্রামের মৃত অলিউল্লা খাঁর ছেলে। তিনি মুদি ব্যবসায়ী ছিলেন।

নিহত ব্যক্তির স্বজনরা জানান, মজিবুর রহমান মজু খাঁ বিকালে এলাকার বিলে চাঁই নিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফিরে না আসায় স্বজনরা তাকে খুঁজতে সেই বিলের মধ্য গিয়ে দেখেন গলা কাটা অবস্থায় তার মৃতদেহ পড়ে আছে।

এই হত্যাকাণ্ডের বিষয়ে স্বজনরা কিছুই বলতে পারছে না। তবে ধারণা করছে, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।


আরো পড়ুন: ইলিশা নদীর কবলে মেহেন্দিগঞ্জের শুকনাকাঠির শতাধিক পরিবার


চাঁদপুর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ বলেন, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানা যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন।

এগুলো দেখুন

কলকাতা-দিল্লির টর্চার সেলের সন্ধান দিল র‌্যাব

কলকাতা-দিল্লির টর্চার সেলের সন্ধান দিল র‌্যাব

কলকাতা-দিল্লির টর্চার সেলের সন্ধান দিল র‌্যাব স্টাফ রিপোর্টার :: ইউরোপ-অষ্ট্রেলিয়ার পাঠানোর কথা বলে দেশের বিভিন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *