নাটকের নাম নিয়ে বিভ্রান্তি!

বিনোদন ডেস্ক :: আসছে ঈদে প্রচারিত হতে যাচ্ছে ঈদের বিশেষ নাটক ‘রাজা’। সাজ্জাদ স্বপনের গল্পে নাটকটি নির্মাণ করেছে ‘হাউজ নং ৯৬’ খ্যাত নির্মাতা মাহমুদুর রহমান হিমি। নাটকটিতে অভিনয় করেন আফরান নিশো, মেহ্জাবীন চৌধুরী, কাজী উজ্জ্বল প্রমুখ।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন এক নামে নাটকটির পোস্টার ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া পোস্টারটিতে নাটকের নাম দেখা যায় ‘পাগলা রাজা বাসর ঘরে’; যা রীতিমতো বিভ্রান্তি সৃষ্টি করছে দর্শক মনে। বিষয়টি নজরে আসে নাটকটির কলাকুশলীসহ পরিচালকের। বিষয়টি অত্যন্ত নিন্দাজনক বলেই জানান পরিচালক।

এমন ঘটনায় এ নির্মাতা এক ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘পাগলা রাজা বাসর ঘরে’ নামে আমি কোনো নাটক নির্মাণ করিনি।

এ বিষয়ে পরিচালক মাহমুদুর রহমান হিমির সাথে যোগাযোগ করলে তিনি বলেন, নাটকটির প্রযোজক ঈগল মিউজিকের কর্ণধার কচি আহমেদ। নাটকের যে গল্প সেটার সঙ্গে একদম যুতসই নাম হচ্ছে ‘রাজা’। আমরা এ নামেই নাটকটি চূড়ান্ত করি এবং শুটিং থেকে শুরু করে সবকিছু এ নামেই সম্পন্ন করি। এ নামেই নাটকটি আসছে ঈদে ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

 

 

 

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ।

এগুলো দেখুন

ধর্মের টানে অভিনয় ছেড়ে এখন সফল ব্যবসায়ী অ্যানী খান

ধর্মের টানে অভিনয় ছেড়ে এখন সফল ব্যবসায়ী অ্যানী খান

ধর্মের টানে অভিনয় ছেড়ে এখন সফল ব্যবসায়ী অ্যানী খান বিনোদন ডেস্ক :: মডেলিং, উপস্থাপনা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *