ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা: তদন্তে করবেন পিবিআই

চট্টগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তা আব্দুল মোরশেদ চৌধুরীর আত্মহত্যা প্ররোচনা মামলার তদন্ত করবেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়েছে।

গতকাল (শনিবার ২৯ মে) বিষয়টি সংবাদকর্মীদের নিশ্চিত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা।

তিনি বলেন, পুলিশ সদর দপ্তরে নির্দেশে মামলাটি পিবিআই তদন্ত শুরু করবে। গত বৃহস্পতিবার (২৭ মে) এই সংক্রান্ত আদেশ পেয়েছি। এরপর অফিসিয়াল প্রসিডিউর শুরু করা হয়েছে। একটা মামলা অন্য জায়গা থেকে আসলে নথিপত্র পেতে হয়ে। এগুলোর প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকার নাহারভিলা থেকে বেসরকারি ব্যাংক কর্মকর্তা মোরশেদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মোরশেদের স্ত্রী ইশরাত জাহান চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেছেন। এতে মোরশেদের ২ ফুফাত ভাই জাবেদ ইকবাল চৌধুরী ও পারভেজ ইকবাল চৌধুরীসহ চারজনকে আসামি করা হয়েছে। অন্য ২ আসামি হলেন- সৈয়দ সাকিব নাঈম উদ্দিন ও যুবলীগ নেতা শহীদুল হক চৌধুরী রাসেল।

 

 

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।

এগুলো দেখুন

কোম্পানী ও সমিতির আইন

কোম্পানী ও সমিতির আইন

কোম্পানী ও সমিতির আইন> কোম্পানী খোলতে চাচ্ছেন! কেমন হবে আপনার কোম্পানী, বীমা,নাকি, এনজিও,নাকি সমবায় সমিতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *