যেসব খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়

জেনে নিন যেসব খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় । আসুন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। করোনা মহামারিকালে সবাই ইমিউনিটি নিয়ে চিন্তিত। রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম, করোনায় তাদের মৃত্যুঝুঁকি রয়েছে। কিছু খাবারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আবার কিছু খাবার আছে, যা খেলে ইমিউনিটি কমে যায়।



যেসব খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়

চিনি

প্রতিদিনের খাদ্যাভ্যাসে চিনির পরিমাণ কমাতে হবে। বেশি চিনিযুক্ত খাবার খাওয়ার ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। এটি টিউমার নেক্রোসিস আলফা, সি-অ্যাকটিভ প্রোটিন এবং ইন্টারলেউকিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে দিতে পারে, যা পুরো ইমিউনিটি সিস্টেমের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। এ ছাড়া রক্তের শর্করার পরিমাণ বেশি হলে তা শরীরের ক্ষতি করে ও ভারসাম্যহীনতা সৃষ্টি করে।

লবণ

প্যাকেট চিপস, বিভিন্ন নোনতা বেকারি খাবার এবং বিভিন্ন প্যাকেটজাত খাবার পরিহার করতে হবে। এগুলোতে থাকা লবণের অটোইমিউন বিভিন্ন রোগের ঝুঁকি বাড়াতে পারে। তাই প্রয়োজনের বেশি লবণ না খাওয়াই উচিত।

বিভিন্ন ফ্রাইস

বাইরের বিভিন্ন ভাজা খাবারে উন্নত গ্লাইকেশন অ্যান্ড প্রোডাক্ট বেশি থাকে। উচ্চ-তাপমাত্রায় রান্নার সময় এতে থাকা সুগার, প্রোটিন বা ফ্যাটগুলোর সঙ্গে প্রতিক্রিয়া করে খুব উচ্চস্তরের এজিই সৃষ্টি করে, যা দেহের অ্যান্টিঅক্সিডেন্ট প্রক্রিয়াগুলোসহ সেলুলার কর্মহীনতা এবং অন্ত্রের ব্যাক্টেরিয়াকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। ফলে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফ্রেঞ্চ ফ্রাই, আলু চিপস, প্যান-ফ্রাইড স্টেক, ফ্রাইড বেকন এবং মাছের মতো ইত্যাদি ফ্রাইসগুলো পরিহার করতে হবে।



কফি ও চা

চা ও কফিতে বেশি মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে তা ঘুম কমিয়ে দেয়। ঘুম কম হলে তা ইমিউনিটি কমিয়ে ফেলতে পারে। তাই ক্যাফিনেটযুক্ত সোডা বা কৃত্রিম মিষ্টি দিয়ে তৈরি বিভিন্ন পানীয় এড়িয়ে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

পেটে গ্যাসের সমস্যায় করণীয় কি? পেটের গ্যাস দূর করার উপায়!

পেটে গ্যাসের সমস্যায় করণীয় কি? পেটের গ্যাস দূর করার উপায়!

আসসালামুয়ালাইকুম অনেক রোগীই আমাদের কাছে আসেন পেটের সমস্যা নিয়ে পেট ফেঁপে থাকে ফুলে থাকে পেটে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *