হেফাজত নেতা আজহারুল ৫ দিনের রিমান্ড মঞ্জুর স্টাফ রিপোর্টার :: মোদিবিরোধী সহিংসতার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ (মঙ্গলবার ১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস রিমান্ডের আদেশ দেন।
এদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী মো. পারভেজ, খাদেমুল ইসলাম ও আল মাহমুদ খান রিমান্ড বাতিলপূর্বক জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।
আরো পড়ুন: আমের বাজারে ধস!
আরো পড়ুন: প্রতিবন্ধীর শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন
এর আগে আজ (মঙ্গলবার ১৫ জুন) ভোরে যাত্রাবাড়ী থেকে আজহারুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে বায়তুল মোকাররম মসজিদসহ রাজধানীর বিভিন্ন স্থানে যে তাণ্ডব চালিয়েছে হেফাজতে ইসলাম, তার সাথে আজহারুল ইসলামের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। বিগত ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তাণ্ডবের সাথেও তার সংশ্লিষ্টতা আছে।
আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন।