অনলাইন ফরমে ছবির সাইজ কমাবেন যেভাবে

জেনে নিন অনলাইন ফরমে ছবির সাইজ কমাবেন যেভাবে । আসুন আজকে এ বিষয়ে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া যাক। বর্তমানে স্কুল-কলেজে ভর্তি, চাকরির আবেদন সবই করতে হচ্ছে অনলাইনে। এর জন্য দোকানে গিয়ে করতে হচ্ছে কাজগুলো। কিন্তু বাড়িতে কম্পিউটার থাকলে নিজেই করে নিতে পারবেন। তবে যারা করছেন তারা নানান সময় নানান সমস্যার মুখোমুখি হচ্ছেন। কাজ খুব ছোট হলেও অনেক সময় অনেক ছোট কাজের জন্য কাজে বাধা পড়ে।



বেশিরভাগ ক্ষেত্রেই অনলাইন ফরম জমা দেয়ার সময় ছবি ও নির্দিষ্ট কিছু নথি আপলোড করতে হয়। আর ফাইল আপলোড করার নির্দিষ্ট সাইজ উল্লেখ করা থাকে। কোনও কারণে ফাইলের সাইজ বড় হলে ফরম ভরা সম্ভব হয় না। বেশিরভাগ ওয়েবসাইট নিজেদের সার্ভার থেকে ভারী ফাইল দূরে রাখতে এই নিয়ম চালু রাখে। আর এই কারণে অনলাইনে ফরম ভরার সময় ফাইল সাইজ ছোট করতে বড়সড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়।

তবে এটি করা কিন্তু খুব কঠিন কোনো কাজ নয়। আর এবার এর জন্য বিশেষ সুবিধাও নিয়ে এসেছে গুগল ক্রোম। যেকোনো ডিজিটাল ছবি পিক্সেলের মাধ্যমে তৈরি হয়। ছবির সাইজ বড় হলে সেখানে কয়েক লাখ পিক্সেল উপস্থিত থাকে। আর এই বিপুল পরিমাণ পিক্সেলের তথ্য সেভ করার জন্য ফাইলের সাইজ বড় হতে থাকে।

আর এই কারণেই বিভিন্ন ফাইল আপলোড করার সময় সাইজ ছোট করার প্রয়োজন হয়। ফাইল সাইজ যত ছোট হবে সার্ভারে তত কম জায়গা প্রয়োজন হবে। ছবির সাইজ ছোট করার বিভিন্ন পদ্ধতি থাকলেও ক্রোম ব্রাউজার ব্যবহার করে খুব সহজে এই কাজ করা সম্ভব।

চলুন তাহলে জেনে নেওয়া যাক অনলাইন ফরমে ছবির সাইজ কমাবেন যেভাবে –

১. কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন
২. chrome.google.com/webstore ওপেন করুন
৩. ওয়েবসাইটের সার্চ বারে ‘Resizing App’ অপশন সিলেক্ট করুন
৪. স্ক্রিনে সার্চ রেজাল্ট দেখালে Resizing App এ ক্লিক করুন
৫. এবার Add to Chrome অপশন সিলেক্ট করুন
৬. একবার এই টুল ডাউনলোড হয়ে গেলে Extensions বিভাগে এই টুল দেখতে পাবেন। নির্দিষ্ট আইকনে ট্যাপ করে যখন খুশি এই এক্সটেনশন ব্যবহার করা যাবে। কম্পিউটারে ইন্টারনেট সংযোগ না থাকলেও এই এক্সটেনশন ব্যবহার করে ছবির সাইজ ছোট করা যাবে।



৭. এক্সটেনশন আইকনে ক্লিক করার পরে ‘+’ আইকনে ক্লিক করলে একটি পপ-আপ উইন্ডো খুলে যাবে
৮. এবার ফাইল এক্সপ্লোরারের মাধ্যমে যে ছবিটি ছোট করতে চান সেটা সিলেক্ট করুন
৯. Resize এ ক্লিক করে Percentage এ ক্লিক করুন
১০. ছবির সাইজ কত শতাংশ ছোট করতে চান লিখে দিন
১১. Save Image এ ক্লিক করে ছোট সাইজের ছবিটি কম্পিউটারে সেভ করে নিন

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

সোশ্যাল মিডিয়ায় ভুয়া প্রোফাইল চিনবেন যেভাবে

সোশ্যাল মিডিয়ায় ভুয়া প্রোফাইল চিনবেন যেভাবে

জেনে নিন সোশ্যাল মিডিয়ায় ভুয়া প্রোফাইল চিনবেন যেভাবে। আসুন এ বিষয়ে আলোচনা করে আজকে বিস্তারিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *