অমিতাভের প্রতিবেশী হতে চলেছে সাবেক পর্নো তারকা অভিনেত্রী সানি লিওন

বিনোদন ডেস্ক :: মুম্বাইয়ের আন্ধেরিতে নতুন একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট কিনেছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। ৫ হাজার ৭০৪ স্কয়ার ফিটের ঐ অ্যাপার্টমেন্টটি বাংলাদেশের মুদ্রায় ৩৫ কোটি টাকার বেশি। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, বিগত ২০২০ সালের ডিসেম্বরে মুম্বাইয়ের আন্ধেরিতে অমিতাভ বচ্চন ঐ অ্যাপার্টমেন্ট কিনেন। চলতি বছরের ১২ এপ্রিল নথিভুক্ত করেন। বাড়িটি কেনার জন্য শুল্ক বাবদ ৬২ লাখ রুপি দিয়েছেন তিনি। যদিও এ ব্যাপারে অমিতাভের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অমিতাভের ঐ বাড়ির প্রতি বর্গফুটের দাম ৬০ হাজার রুপি। একটি আবাসনের ২৭ ও ২৮ তলা জুড়ে তার নতুন বাসস্থান। এছাড়াও আছে ৬ টি গাড়ি রাখার জায়গা।

হিন্দুস্তান টাইমস আরো জানায়, অমিতাভের প্রতিবেশী হতে চলেছেন সাবেক পর্নো তারকা অভিনেত্রী সানি লিওন ও পরিচালক আনন্দ এল রাই। আন্ধেরির ঐ আটলান্টিস ভবনে নতুন বাড়ি কিনেছেন তারা।

 

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।

এগুলো দেখুন

ধর্মের টানে অভিনয় ছেড়ে এখন সফল ব্যবসায়ী অ্যানী খান

ধর্মের টানে অভিনয় ছেড়ে এখন সফল ব্যবসায়ী অ্যানী খান

ধর্মের টানে অভিনয় ছেড়ে এখন সফল ব্যবসায়ী অ্যানী খান বিনোদন ডেস্ক :: মডেলিং, উপস্থাপনা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *