অষ্টম শ্রেণি:‘মানবধর্ম’অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

অষ্টম শ্রেণি:‘মানবধর্ম’অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

  • মানবধর্ম
  • লালন শাহ

কবি-পরিচিতি

নাম লালন শাহ্।
জন্ম পরিচয় জন্ম তারিখ:১৭৭২ খ্রিষ্টাব্দ; জন্মস্থান: ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়া। শিক্ষাজীবন প্রাতিষ্ঠানিক বিদ্যালাভ না করলেও নিজের চিন্তা ও সাধনায় তিনি হিন্দু ও মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন।  এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির মিলনে তিনি নতুন এক দর্শন প্রচার করেন।

কর্মজীবন বসন্ত রোগে আক্রান্ত হওয়ার পর সিরাজ শাহ্ নামক একজন বাউল সাধক তাঁকে সেবা শুশ্রƒষা করে বাঁচিয়ে তোলেন। এরপর মরমি সাধনায় আত্মনিয়োগ করে সিরাজ শাহের সাথে পালকি বহনের কাজ করে তিনি জীবনধারণ করতেন।

সাহিত্যকর্ম লালন শাহ্ রচিত গানের সংখ্যা সহস্রাধিক। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘বাড়ির কাছে আরশী নগর’,

‘আমার ঘরখানায় কে বিরাজ করে’, ‘নানা বরণ গাভীরে ভাই, একই বরণ দুধ’, ‘জাত গেল জাত গেল বলে’, ‘মিলন হবে কত দিনে’, ‘আর আমারে মারিস না’, ‘তিন পাগলে হলো মেলা’ প্রভৃতি।

জীবনাবসান মৃত্যু তারিখ: ১৭ই অক্টোবর, ১৮৯০ খ্রিষ্টাব্দ।

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ৮০ ও ৮১নং প্রশ্নের উত্তর দাও :

আমির আলী গ্রামের মাতব্বর। পুকুর থেকে সে হিন্দুদের পানি নিতে দেয় না এবং গোসল করতেও দেয় না। এতে করে গ্রামের মানুষগুলোকে অনেক কষ্ট সহ্য করতে হয়।

৭৬. উদ্দীপকে ‘মানবধর্ম’ কবিতার কোন বিষয়টি অনুপস্থিত? (প্রয়োগ)

  • ক মানবতাবোধ
  • খ জাতের প্রকৃতি
  • গ জাতের প্রশ্ন
  • ঘ জাত বিকানো

৭৭. ‘মানবধর্ম’ কবিতার আলোকে প্রকৃতপক্ষে আমীর আলীর করণীয় (উচ্চতর দক্ষতা)

  • ক জাত-পরিচয় গুরুত্বহীন মনে করা
  • খ হিন্দুধর্ম গ্রহণ করা
  • গ মানুষের গুণগান করা
  • ঘ মানুষকে জ্ঞানী মনে করা

নিচের উদ্দীপকটি পড়ে ৮২ ও ৮৩নং প্রশ্নের উত্তর দাও :
“নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি,
সবদেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি

৭৮. ‘মানবধর্ম’ কবিতার কোন চেতনাটির এখানে প্রাসঙ্গিক? (প্রয়োগ)

  • ক মানব জাতির একত্ব
  • খ ধর্মের ভেদাভেদ
  • গ সম্প্রদায়গত পরিচিতি
  • ঘ জাত-পাত নিয়ে বাড়াবাড়ি

৭৯. উপরের চেতনাটির ভাব ফুটে উঠেছে- (উচ্চতর দক্ষতা)

  • র. জগৎ বেড়ে জেতের কথা
  • রর. মূলে এক জল সে যে ভিন্ন নয়
  • ররর. লোকে গৌরব কবে যথাতথা

নিচের কোনটি সঠিক?

  • ক র
  • খ রর
  • গ র ও রর
  • ঘ র ও ররর

নিচের উদ্দীপকটি পড়ে ৮৪ ও ৮৫নং প্রশ্নের উত্তর দাও :

জিয়া সাহেব ও কৃষ্ণ মজুমদার একে অন্যের প্রতিবেশী। কিন্তু দুজনই ভিন্ন ভিন্ন পথে চলাফেরা করেন। দুজন দেখা হলেও কাছাকাছি এগোয় না। তাদের বিশ্বাস এতে অমঙ্গল হবে।

৮০. উদ্দীপকের জিয়া সাহেব ও কৃষ্ণ মজুমদারের আচরণ ও চিন্তাধারা তোমার পঠিত কোন কবিতার আবহকে ইঙ্গিত করে? (প্রয়োগ)

  • ক পাছে লোক কিছু বলে
  • খ সুখ
  • গ মানবধর্ম
  • ঘ নারী

৮১. উদ্দীপকের জিয়া সাহেব ও কৃষ্ণ মজুমদারের আচরণ ‘মানবধর্ম’ কবিতায় যে হিসেবে বিধৃত হয়েছে, (উচ্চতর দক্ষতা)

  • র. ধর্মের ভেদাভেদ
  • রর. আচরণের ভেদাভেদ
  • ররর. জাতের ভেদাভেদ

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • ক র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

(PDF) অষ্টম শ্রেণি:মধুসূদন দত্ত‘সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(PDF) অষ্টম শ্রেণি:মধুসূদন দত্ত‘সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(PDF) অষ্টম শ্রেণি:মধুসূদন দত্ত‘সৃজনশীল প্রশ্ন ও উত্তর.. অষ্টম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা: আজ বাংলা ১ম পত্রের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *