অষ্টম শ্রেণি: সৃজনশীল প্রশ্নব্যাংক ও উত্তর (PDF)

অষ্টম শ্রেণি: সৃজনশীল প্রশ্নব্যাংক ও উত্তর (PDF)

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

রাজকুমার ও ভিখারির ছেলে সৃজনশীল প্রশ্নব্যাংক ও উত্তর

অষ্টম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা: আজ বাংলা ১ম পত্রের ‘রাজকুমার ও ভিখারির ছেলে সৃজনশীল প্রশ্নব্যাংক ও উত্তর’ ফ্রি পিডিএফ ফাইলসহ দেওয়া হলো। সুবিধা মতো পড়ার জন্য নিচের লিংক দেওয়া আছে। প্রয়োজনে ফ্রি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবে।

রাজকুমার ও ভিখারির ছেলে
মার্ক টোয়েন

সৃজনশীল প্রশ্নব্যাংক

প্রশ্ন-১১ ল্ফ নদীর অপর পাড়েই পৃথিবীর সব সুখ নিহিত বলে মনে হয়। আসলে যারা ধনী, কখনো দরিদ্রতার সাথে বসবাস করেনি, তাদের মনে দরিদ্রের জীবন যাপনের প্রতি কৌতূহল সৃষ্টি হয়, জানার তীব্র বাসনা জাগে।

আবার যারা মানবেতর জীবনযাপনে অভ্যস্ত, তাদের মন বিত্তশালীদের মতো একদিনের জন্য হলেও সুখের পরশের প্রত্যাশী। আসলে সমাজে প্রত্যেককে তার অবস্থান অনুযায়ী সমস্যার সমাধান করতে হয়।

ক. ক্লান্ত রাজকুমার কোথায় ঘুমিয়ে পড়ল?
খ. ছেলেমেয়েরা টমের পাগলামি উপভোগ করত কেন?
গ. উদ্দীপকটি তোমার পাঠ্যবইয়ের কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি উক্ত রচনার মূলভাবকে সম্পূর্ণরূপে ধারণ করে কি? মতের পক্ষে যুক্তি উপস্থাপন কর।

অনুশীলনের জন্য দক্ষতাস্তরের প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক

প্রশ্ন ॥ ১ ॥ টমের বাবার নাম কী?
উত্তর : টমের বাবার নাম জন ক্যান্টি।

প্রশ্ন ॥ ২ ॥ ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পে সবচেয়ে সুন্দর অট্টালিকা কোনটি?
উত্তর : ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পে সবচেয়ে সুন্দর অট্টালিকা হচ্ছে ওয়েস্টমিনিস্টারস প্যালেস।

প্রশ্ন ॥ ৩ ॥ রাজকুমার রূপী টম কার মৃত্যুদ- তুলে নিয়ে তাকে মুক্ত করেছিল?
উত্তর : রাজকুমার রূপী টম নরফোকের ডিউকের মৃত্যুদ- তুলে নিয়ে তাকে মুক্ত করেছিল।

প্রশ্ন ॥ ৪ ॥ রাজকুমার এডওয়ার্ড কাকে ‘আরল’ খেতাবে ভূষিত করেছিল?
উত্তর : রাজকুমার এডওয়ার্ড সৈনিক মিলস হেনডেনকে ‘আরল’ খেতাবে ভূষিত করেছিল।

প্রশ্ন ॥ ৫ ॥ টম বড় রাজকীয় সিলটা দিয়ে কী করত?
উত্তর : টম বাদামের খোসা ছাড়াতে এবং বাদাম ভাঙতে বড় রাজকীয় সিলটাকে হাতুড়ির মতো ব্যবহার করত।

প্রশ্ন ॥ ৬ ॥ টম ক্যান্টি কোথায় জন্ম নিয়েছিল?
উত্তর : টম ক্যান্টি বস্তিতে জন্ম নিয়েছিল।

প্রশ্ন ॥ ৭ ॥ রাজকুমারের প্রকৃত নাম কী?
উত্তর : রাজকুমারের প্রকৃত নাম প্রিন্স অব ওয়েলস।

প্রশ্ন ॥ ৮ ॥ ছদ্মবেশী রাজকুমারকে আনন্দিত করার জন্য কোথায় নিয়ে যাওয়া হলো?
উত্তর : ছদ্মবেশী রাজকুমারকে আনন্দিত করার জন্য নৌবিহারে নিয়ে যাওয়া হলো।

প্রশ্ন ॥ ৯ ॥ চোরের দল রাজকুমারকে কী নাম দিল?
উত্তর : চোরের দল রাজকুমারের নাম দিল ফুফু দি ফাস্ট।

প্রশ্ন ॥ ১০ ॥ ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পের রাজকুমারের পিতার নাম কী?
উত্তর : ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ শীর্ষক গল্পের রাজকুমারের পিতার নাম এডওয়ার্ড টিউডর।

প্রশ্ন ॥ ১১ ॥ নদীতে সাঁতার কাটা, কাদা নিয়ে খেলা করার জীবন কার ছিল?
উত্তর : নদীতে সাঁতার কাটা, কাদা নিয়ে খেলা করার জীবন ছিল টম ক্যান্টির।

প্রশ্ন ॥ ১২ ॥ ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পে কাদের চেহারা দেখতে হুববু এক রকম ছিল?
উত্তর : ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ শীর্ষক গল্পে ইংল্যান্ডের রাজকুমার এডওয়ার্ড এবং লন্ডনের বস্তির ভিখারির ছেলে টম ক্যান্টির চেহারা দেখতে হুবহু এক রকম ছিল।

অনুধাবনমূলক

প্রশ্ন ॥ ১ ॥ টম কীভাবে রাজকুমারের সন্ধান পেল?
উত্তর : রাজ প্রাসাদের গেটের ফাঁক দিয়ে সুন্দর পোশাক পরা এক বালককে দেখে টম রাজকুমারের সন্ধান পেল।
একদিন টম সত্যিকারের রাজকুমারের সন্ধানে বেরিয়ে পড়ে।

টম হাঁটতে হাঁটতে অনেকদূর অচেনা জায়গায় এসে উপস্থিত হয়। সামনে বিশাল বিশাল অট্টালিকা দেখতে পেয়ে অট্টালিকাগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর ওয়েস্টমিনিস্টারস প্যালেস দেখে সে ভাবল, এত বড় অট্টালিকা নিশ্চয়ই কোনো রাজপ্রাসাদ হবে।

এমন সময় গেটের ফাঁক দিয়ে তারই বয়সী সুন্দর সুসজ্জিত পোশাক পরা এক বালককে দেখতে পেল। এই বালকই যে সত্যিকারের রাজকুমার তা সে নিশ্চিতভাবে বুঝতে পারল। এভাবে টম রাজকুমারের সন্ধান পেল।

প্রশ্ন ॥ ২ ॥ রাজকুমার বস্তির ছেলে টম ক্যান্টির সঙ্গে পোশাক বদলে আগ্রহী কেন? বুঝিয়ে লেখ।
উত্তর : একঘেয়েমি দূর করার জন্য রাজকুমার বস্তির ছেলে টম ক্যান্টির সঙ্গে পোশাক বদলে আগ্রহী।

রাজকুমারকে সবসময় ভালো কাপড়চোপড় পরে রাজকীয় রীতিনীতি মেনে চলাফেরা করতে হয়। ইচ্ছে করলেই সে অন্য সাধারণ বালকের মতো এখানে, সেখানে খেলাধুলা করতে পারে না।

টমের মতো নদীতে সাঁতার কাটা, কাদা নিয়ে খেলা করা, একে অন্যের দিক কাদা ছুড়ে মজা করার আনন্দ সে কখনই পায়নি। তাই টমের মুক্ত-স্বাধীন জীবনের প্রতি আকৃষ্ট হয়ে সে টমের সঙ্গে পোশাক বদলে আগ্রহী হয়।

প্রশ্ন ॥ ৩ ॥ “নিজস্ব পরিবারের চেয়ে আপন এবং আনন্দের আর কিছু নেই’Ñ বিশ্লেষণ কর।
উত্তর : লাইনটিতে বোঝানো হয়েছে, নিজের পরিবারের চেয়ে আপন ও আনন্দের কিছু হতে পারে না।

পোশাক পরিবর্তনের মধ্য দিয়ে রাজকুমার হয়ে যায় ভিখারি, ভিখারির ছেলে হয়ে যায় রাজকুমার। ভিখারির ছেলে মনে করেছিল, রাজপরিবারের জীবন অনেক আনন্দের। কিন্তু রাজপরিবারে এসে ধরাবাঁধা জীবন তার কাছে ভালো লাগে না, বড় একঘেয়ে লাগে।

রাজকুমারও মনে করেছিল, বাইরের উন্মুক্ত পরিবেশে জীবনধারণ কত না আনন্দের। কিন্তু বাইরের উন্মুক্ত পরিবেশ তার কাছে অসহ্য হয়ে ওঠে। যে যে পরিবেশে বেড়ে ওঠে, সে সেই পরিবেশের সঙ্গে খাপখাইয়ে নিজেকে মানিয়ে নেয়। সেখানেই গড়ে ওঠে তার আপন পরিম-ল।

এই আপন ভুবনের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। তাই বলা যায়, নিজস্ব পরিবারের চেয়ে আপন এবং আনন্দের আর কিছু নেই।

প্রশ্ন ॥ ৪ ॥ টমকে সবাই উপহাস করত কেন?
উত্তর : টমকে রাজা সেজে খেলা করতে দেখে সবাই তাকে উপহাস করত।
টম ক্যান্টি ছিল ভিখারির ছেলে। তবে সে ছিল খুব কল্পনাবিলাসী। সে সব সময় রাজা আর রাজকুমারের স্বপ্নে বিভোর থাকত। সে নিজেকে সত্যিকার রাজকুমার বলে চিন্তা করতে ভালোবাসত।

সমবয়সি ছেলেমেয়েদের কাছে সে রাজকুমার নামেই পরিচিত হতে চাইত। সে রাজাদের রাজকীয় সভার অনুসরণ করে নিজে রাজা সেজে সঙ্গীদেরকে উপাধি বিতরণ করত। তার এ ধরনের উদ্ভট ধরনের কর্মকা- দেখে তাকে সবাই উপহাস করত।

Download Free PDF

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

(PDF) অষ্টম শ্রেণি:মধুসূদন দত্ত‘সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(PDF) অষ্টম শ্রেণি:মধুসূদন দত্ত‘সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(PDF) অষ্টম শ্রেণি:মধুসূদন দত্ত‘সৃজনশীল প্রশ্ন ও উত্তর.. অষ্টম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা: আজ বাংলা ১ম পত্রের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *