জেনে নিন অস্ট্রেলিয়ার প্যারেন্ট ভিসার নীতিমালা । আসুন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। বিশ্বব্যাপী চলমান সংকটের কথা বিবেচনায় রেখে অস্ট্রেলিয়ার বাসিন্দাদের বাবা-মায়ের ভিসার নীতিমালায় একটি পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের আওতায় ইতিমধ্যে যারা প্যারেন্ট ভিসায় আবেদন করেছেন, পূর্বের নিয়ম অনুযায়ী আবেদনকারীকে নিজ দেশে ফেরত বা অস্ট্রেলিয়ার বাইরে যেতে হবে না।
অস্ট্রেলিয়ার প্যারেন্ট ভিসার নীতিমালা
নতুন এ ঘোষণার আগ পর্যন্ত প্যারেন্ট ভিসার আবেদনকারীকে ভিসা প্রক্রিয়ার সময় অস্ট্রেলিয়ার বাইরে অবস্থান করতে হতো। অর্থাৎ এমন আবেদনকারী যিনি অস্ট্রেলিয়ার বাইরে থেকেই ভিসা আবেদন করেছেন কিন্তু বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছিলেন, ভিসা মঞ্জুর হওয়ার জন্য তাঁদের নিজ দেশে ফেরত বা অস্ট্রেলিয়ার বাইরে যেতে হতো। ফেডারেল সরকারের এক ঘোষণায় সাময়িকভাবে এ নিয়মটি স্থগিত করা হয়েছে।
- আরো পড়ুন: কীভাবে দক্ষিণ কোরিয়ায় অভিবাসী হবেন
- আরো পড়ুন: ভ্রমণের খাবার কেমন হবে
- আরো পড়ুন: সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রায় শীর্ষে বাংলাদেশিরা
বর্তমানে চলমান ভ্রমণে সীমাবদ্ধতার কারণে অনেকেই অস্ট্রেলিয়ায় আটকে পড়েছেন। আবেদনকারীদের এমন অভিযোগের ভিত্তিতেই নতুন সিদ্ধান্তে আসে সরকার। পূর্বের নিয়মের দরুণ এ ভিসার এক আবেদনকারীকে বাধ্য হয়ে প্রাইভেট জেট বিমান ভাড়া করে অন্য দেশে যেতে হয়েছে।
দেশটির প্যারেন্ট ভিসা সাবক্লাস ১৭৩ এবং সাবক্লাস ১৪৩ এই দু’টি ভিসায় নীতিমালা রদ করা হয়েছে। তবে এর কারণে ভিসার প্রক্রিয়ার সময়সীমায় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হাক। তিনি আরও জানান, আগামী এক-দুই মাসের মধ্যেই এ সাময়িক পরিবর্তন চালু হবে।
লেখকঃ কাউসার খান, অভিবাসন আইনজীবী, সিডনি, অস্ট্রেলিয়া
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।