স্টাফ রিপোর্টার :: কোভিড-১৯’র কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সকল পেশাজীবীর মানুষ। তবে সমাজের অন্য পেশার মানুষের তুলনায় দরিদ্র মানুষের ওপর বেশি প্রভাব পড়েছে। কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত এমন ৬ লাখ দরিদ্র পরিবারকে ২ হাজার ৫১৫ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে আগামী ২ মে (রোববার) বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল সেবার মাধ্যমে ঐ অর্থ বিতরণ করা হবে। অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের একটি ঊর্ধ্বতন সূত্রে এসব তথ্য জানা গেছে।
দরিদ্র পরিবারগুলো অন্তত ঈদের আগেই তাদের প্রয়োজনীয় খাদ্য বা ওষুধের মতো মৌলিক চাহিদা পূরণ করতে পারেন সেজন্যই প্রথম পর্যায়ে ওই নগদ সহায়তা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, কোভিড-১৯ সংক্রামণের প্রথম ঢেউয়ে বিগত ২০২০ সালের ১৪ মে প্রধানমন্ত্রী সারাদেশে ৫০ লাখ দরিদ্র পরিবার ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা দিয়েছিলেন।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ।