আজ দ্বিতীয় ডোজ টিকা নিবেন রাষ্ট্রপতি

দুর্বা ডেস্ক :: রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আজ (বৃহস্পতিবার ৬ মে) বঙ্গভবনে কোভিড-১৯’র টিকার দ্বিতীয় ডোজ নিবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ‘রাষ্ট্রপতি বঙ্গভবনে আজ (বৃহস্পতিবার ৬ মে) বেলা ১টায় কোভিড-১৯’র দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিবেন।’

এ সময় রাষ্ট্রপতির পরিবারের সদস্যগণ, সংশ্লিষ্ট সচিবগণ ও ব্যক্তিগত চিকিৎসকরা উপস্থিত থাকবে। গত ১০ মার্চ রাষ্ট্রপ্রধান ও তার স্ত্রী রাশিদা খানম কোভিড-১৯ এর প্রথম ডোজ ভ্যাকসিন নেন।

বাংলাদেশ ৮ এপ্রিল কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান শুরু করে। গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এ পর্যন্ত ৩২ লাখের বেশি মানুষ কোভিড টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা ৩২ লাখ ১০ হাজার ৫০৯। এর মধ্যে পুরুষ ২০ লাখ ৭৩ হাজার ৫৭৮ এবং নারী ১১ লাখ ৩৬ হাজার ৯৩১ জন।

 

 

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ।

এগুলো দেখুন

শুধু টিকা দিয়েই করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়: জাহিদ মালেক

শুধু টিকা দিয়েই করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়: জাহিদ মালেক

স্টাফ রিপোর্টার :: শুধু টিকা দিয়েই কোভিড-১৯ নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *