আজ স্বাস্থ্য অধিদপ্তরের সুবর্ণজয়ন্তী

স্বাস্থ্য প্রতিবেদক :: স্বাস্থ্য অধিদপ্তরের সুবর্ণজয়ন্তী আজ। ১৯৭১ সালের এই দিনটিতে বাংলাদেশ সরকারের প্রথম অধিদপ্তর হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর গঠিত হয়। দিবসটি উপলক্ষে নানা আয়োজন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

গতকাল (শনিবার ১ মে) রাতে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা এবিএম খুরশিদ আলম জানান, ১৯৭১ সালের আজকের এই দিনে (২ মে) বাংলাদেশ সরকারের প্রথম অধিদপ্তর হিসাবে স্বাস্থ্য অধিদপ্তর গঠিত হয়েছিলো। দিবসটি উপলক্ষে সীমিত পরিসরে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি।

তিনি আরো বলেন, স্বাস্থ্য অধিদপ্তর প্রতিষ্ঠাকালের পর থেকে মহান স্বাধীনতা সংগ্রাম ও বর্তমানে চলমান করোনা মহামারিতেও সীমিত জনবল নিয়ে কাজ করে যাচ্ছে। আমাদের নানাবিধ সীমাবদ্ধতা রয়েছে। তা সত্বেও প্রতিষ্ঠানটি দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এর আগে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২ মে স্বাস্থ্য অধিদপ্তরের সুবর্ণজয়ী অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯৭১ সালের ২ মে বাংলাদেশ সরকারের প্রথম অধিদপ্তর হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর গঠিত হয়। মহান স্বাধীনতা যুদ্ধে অনেক স্বাস্থ্যকর্মী যেভাবে শাহাদাৎ বরণ করেছেন, বর্তমানে কোভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধেও অনেক স্বাস্থ্যকর্মী শাহাদাৎ বরণ করেছে। এই সাহসী মানসিকতার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের এই আত্মত্যাগ আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।’

 

 

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ।

এগুলো দেখুন

কষা পায়খানা দূর করার ঘরোয়া চিকিৎসা ! কোষ্ঠকাঠিন্য দূর করার ঘরোয়া উপায়

কষা পায়খানা দূর করার ঘরোয়া চিকিৎসা ! কোষ্ঠকাঠিন্য দূর করার ঘরোয়া উপায়

ইদানিং দেখা যাচ্ছে ছোট থেকে বড় সকলের কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা নিয়ে চিন্তায় আছেন বা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *