ইউনিসেফের ঘোষণা: ‘ভ্যাকসিন চ্যাম্পিয়ন’ পূর্ণিমা

বিনোদন ডেস্ক :: ‘টিকা আমাদের কাছে আনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৪ এপ্রিল থেকে এক সপ্তাহ ব্যাপী পালিত হয়েছে বিশ্ব টিকাদান সপ্তাহ। প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমাকে ‘ভ্যাকসিন চ্যাম্পিয়ন’ হিসেবে ঘোষণা দিয়েছে ইউনিসেফ বাংলাদেশ।

সংস্থাটি তাদের ফেসবুক পেজে পূর্ণিমা ও তার একমাত্র মেয়ে আরশিয়ার একটি ছবি শেয়ার করে লিখেছে, ‘বাংলাদেশের সুইটহার্ট এবং মেধাবী অভিনেত্রী পূর্ণিমা। তিনি প্রকৃত অর্থে একজন দায়িত্ববান নাগরিক। সঠিক সময়ে কোভিড টিকা নিয়ে তিনি নিজের ও নিজ কমিউনিটির সুরক্ষা নিশ্চিত করেন। এ বিশ্ব টিকাদান সপ্তাহে ইউনিসেফের ভ্যাকসিন চ্যাম্পিয়ন হয়ে তিনি আপনাকেও আহ্বান জানাচ্ছে; সঠিক সময়ে আপনার এবং সন্তানের টিকাদান নিশ্চিত করুন।’

টিকা নিয়ে পূর্ণিমা জানান, “টিকা আমাকে, আমার মেয়েকে, আমার আপনজনদের এবং আমার দেশকে পোলিও, হাম এবং ডিপথেরিয়ার মত মারাত্মক রোগ থেকে রক্ষা করেছে। যখন আপনার সময় আসবে, তখন করোনাভাইরাস থেকেও টিকা আপনাকে নিরাপদ রাখবে। তাই আপনার ও আপনার সন্তানের টিকা নিশ্চিত করুন এবং প্রতিটি মানুষের কাছে টিকা পৌঁছে দিতে ইউনিসেফের সাথে যোগ দেন!”

 

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ।

এগুলো দেখুন

ধর্মের টানে অভিনয় ছেড়ে এখন সফল ব্যবসায়ী অ্যানী খান

ধর্মের টানে অভিনয় ছেড়ে এখন সফল ব্যবসায়ী অ্যানী খান

ধর্মের টানে অভিনয় ছেড়ে এখন সফল ব্যবসায়ী অ্যানী খান বিনোদন ডেস্ক :: মডেলিং, উপস্থাপনা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *