জেনে নিন ইউরোপে প্রবেশের পর কিছু প্রয়োজনীয় তথ্য সম্পর্কে। আসুন এ সম্পর্কে আজকে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া যাক। ইউরোপীয় ইউনিয়নের বাইরের কোনও দেশের নাগরিক হিসাবে ইউরোপে বৈধপথে প্রবেশের পর কী কী তথ্য জেনে রাখা ভালো, তা জানাচ্ছে ইনফোমাইগ্রেন্টস।
এসব তথ্য যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও ডেনমার্ক ছাড়া ইইউ সদস্য মোট ২৫ টি রাষ্ট্রের জন্য প্রযোজ্য। কিন্তু সেক্ষেত্রেও, বিধিনিষেধ এক দেশ থেকে আরেক দেশে বদলাতে পারে।
- আরো পড়ুন: ইউরোপে প্রবেশ করতে যেসব ভুল করা চলবে না
- আরো পড়ুন: যুক্তরাজ্যে কেন পড়াশোনা করবেন?
- আরো পড়ুন: ফ্রান্সে আশ্রয়প্রার্থীরা কেমন আর্থিক সুবিধা পায়?
ইউরোপে প্রবেশের পর কিছু প্রয়োজনীয় তথ্য
পরিবারকে নিয়ে আসা
ইইউ এর বাইরের কোনও দেশের নাগরিক হিসাবে বৈধ উপায়ে ইউরোপে বসবাস করলে পরিবারকে নিয়ে আসার অধিকার পাওয়া যায়। সেক্ষেত্রে আবেদনকারীর ভূমিকা থাকে একজন পৃষ্ঠপোষকের। এই বিধির আরেকটি নাম ’ফ্যামিলি রিইউনিয়ন’।
এক বছর ধরে ইউরোপে বসবাস করার পর পরিবারকে আনার অনুমতি মেলে। শুধু তাই নয়, প্রথম বছরের পরেও ইউরোপে থাকার পর্যাপ্ত কারণ থাকলেই, পরিবারকে আনতে পারবেন কোনো ব্যক্তি। কোনও কোনও ইউরোপীয় দেশের ক্ষেত্রে এই সময়সীমা ২ বছরও হয়ে থাকে।
এই বিধির আওতায় কোনো ব্যক্তি নিজের স্ত্রী, স্বামী বা পার্টনারকে নিয়ে আসতে পারেন। যেহেতু ইউরোপে বহুবিবাহ গৃহীত নয়, সেক্ষেত্রে শুধু একজন পার্টনারকেই আনার অনুমতি মেলে। এছাড়া, আবেদনকারী নিজের সন্তানকেও এই ধারায় নিয়ে আসতে পারেন।
স্ত্রী, স্বামী বা পার্টনারকে নিয়ে আসার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আবেদনকারী ও তার পার্টনার ২ জনেই প্রাপ্তবয়স্ক ও বিবাহযোগ্য বা ২১ বছর বয়সী।
এছাড়া, নির্দিষ্ট দেশের নিয়ম অনুসারে, কোনও কোনও ক্ষেত্রে আবেদনকারীর ওপর নির্ভরশীল প্রাপ্তবয়স্ক সন্তান ও বাবা-মাকেও ইউরোপে নিয়ে আসার ব্যবস্থা রয়েছে। কিন্তু সেক্ষেত্রে আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে তারা আবেদনকারীর ওপর সম্পূর্ণ নির্ভরশীল ও নিজ দেশে তাদের সঠিকভাবে দেখভাল করার কেউ নেই।
এক্ষেত্রে আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে পরিবারের জন্য বাসস্থান, স্বাস্থ্যবীমা ও অন্যান্য খরচ দিতে তিনি সক্ষম। এই বিধিতে ইউরোপে আসলে পরিবারের সদস্যরা কাজ ও পড়াশোনার ক্ষেত্রে বৈধভাবে বসবাস করা মানুষদের সমান অধিকার পাবেন।
দীর্ঘমেয়াদী থাকার অনুমতি
বৈধভাবে ইউরোপে ৫ বছর থাকার পর দীর্ঘমেয়াদী রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করার সুবিধা রয়েছে। এই পারমিট পেলে একজন ব্যক্তি ইইউ নাগরিকের মত সকল সুবিধা ভোগ করতে পারেন।
এক্ষেত্রে আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে তিনি ৫ বছর ধরে একটানা কোনো ইইউ সদস্য রাষ্ট্রে থাকছেন ও সেখানে তার যথেষ্ট আয় ও স্বাস্থ্যবীমা আছে। কোনও কোনও দেশে এই পারমিট পেতে গেলে প্রমাণ করতে হয় যে আবেদনকারী সেই দেশের ভাষা ও ইতিহাস সম্বন্ধে ধারণা রাখেন।
একাধিক ইইউ রাষ্ট্রে চলাফেরা
৯০ দিনের কম মেয়াদের বা স্বল্পমেয়াদী শেঙ্গেন ভিসায় ইউরোপে প্রবেশ করলে শেঙ্গেনভুক্ত যে কোনও দেশে যাওয়া যায়। সেক্ষেত্রে আলাদা করে কোনও দেশের ভিসার দরকার নেই। কিন্তু মাথায় রাখতে হবে যে শেঙ্গেনভুক্ত এলাকার মধ্যে ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, সাইপ্রাস, রোমানিয়া, আয়ারল্যান্ড ও যুক্তরাজ্য নেই।
দীর্ঘমেয়াদী বা ৯০ দিনের বেশি সময়ের জন্য প্রদত্ত ভিসা থাকলে শেঙ্গেনভুক্ত অঞ্চলগুলোতে যাতায়াত করা যায়। সেইসব অঞ্চলে ৯০ দিনের বেশি সময়ের জন্য থাকার জন্য নির্দিষ্ট দেশের ভিসার জন্য আবেদন করতে হবে ও যথেষ্ট কারণ দেখাতে হবে।
- আরো পড়ুন: দুবাই থেকে কানাডায় সরাসরি ভিসা
- আরো পড়ুন: কানাডার ভিজিটর ভিসা
- আরো পড়ুন: খুব সহজেই নাগরিকত্ব পাবেন ৮ দেশে!
ইউরোপীয় সমাজের সঙ্গে সম্পর্ক
যে সমস্ত ইইউবহির্ভূত রাষ্ট্রের নাগরিকেরা বৈধ উপায়ে ইউরোপে বসবাস করেন, তাদের থাকার অনুমতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ইউরোপের সামাজিক নিয়মাবলীকে শ্রদ্ধার বিষয়টি। অভিবাসীদের এই নিয়মাবলী সম্পর্কে অবগত করতে বিভিন্ন দেশের বিশেষ প্রশাসনিক দপ্তর রয়েছে, যারা এই কাজে অভিবাসীদের সহায়তা করে থাকেন।
জার্মানির ইন্টিগ্রেশন কোর্স এই ধরনের প্রকল্পের অন্যতম। এছাড়া, রয়েছে দেশভেদে নানা ধরনের অ্যাপ ও অনলাইন পরিষেবা, যার মাধ্যমে অভিবাসীরা সেই দেশ বা ইউরোপের সাধারণ নিয়মাবলী সম্পর্কে আরো বিশদে জানতে পারেন।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।