উইন্ডোজ-১১ তে থাকবে যেসব নতুন ফিচার আইটি ডেস্ক :: মাইক্রোসফট অপারেটিং সিস্টেম উইন্ডোজ-১১ এর ঘোষণা দিয়েছে। রাউন্ডেড কর্নার, নতুন উইজেট, মাল্টি-টাস্কিংসহ প্রায় সকল ক্ষেত্রেই পরিবর্তন এসেছে উইন্ডোজ-১১ তে। যদিও অফিসিয়ালি মুক্তির বেশ কিছুদিন আগেই ফাঁস হয়ে যায় উইন্ডোজ-১১ এর বুটেবল ফাইল।
চলুন জেনে নেওয়া যাক, উইন্ডোজ-১১ এর নতুন ফিচারগুলো সম্পর্কে। উইন্ডোজ-১১ এর টাস্কবারে এসেছে অন্যতম পরিবর্তন। উইন্ডোজ-১১ তে সম্পূর্ণভাবে ঢেলে সাজানো হয়েছে উইন্ডোজ স্টার্টমেন্যু ও টাস্কবারকে। উইন্ডোজ-১১ এর স্টার্টমেন্যু ও টাস্কবার এর অবস্থান পরিবর্তন করে মাঝখানে নিয়ে আসা হয়েছে, যা দেখতে অনেকটা অ্যাপলের ম্যাক ওএস এর মতো।
মাল্টিটাস্কিংকে গুরুত্ব দিয়ে স্প্লিট-উইন্ডো ফিচারে এসেছে নতুন মাত্রা। একাধিক লেআউট থেকে নিজের সুবিধামত বাচাই করতে পারবে উইন্ডোজ-১১ ব্যবহারকারীগণ। এছাড়াও আলাদা কাজ, যেমন- অফিস, ঘর কিংবা গেমিং এর জন্য আলাদা ডেস্কটপ’র সাথে আলাদা থিম ও ব্যবহারকারীগণ।
মাইক্রোসফট’র মেসেজিং অ্যাপ, মাইক্রোসফট টিমসকে উইন্ডোজ-১১ এর সাথে ইন্টিগ্রেটেড করে দেয়া হয়েছে। ক্যালেন্ডার, ট্র্যাফিক, খবর বা খেলাধুলা– সবকিছুর জন্যই নতুন উইজেটস যুক্ত হয়েছে উইন্ডোজ ১১ তে।
বড় সাইজের স্ক্রিনযুক্ত ডিভাইসের জন্য উন্নত করা হয়েছে উইন্ডোজ-১১ এর টাচ টার্গেট। এছাড়াও ভয়েস টাইপিং ফিচারও আসতে যাচ্ছে উইন্ডোজ-১১ তে। যুক্ত হয়েছে অটো এইচডিআর, যার ফলে আরও ভালো গেমিং উপভোগ করতে পারবে উইন্ডোজ-১১ ব্যবহারকারীগণ।
উইন্ডোজ-১১ এর নতুন ফিচার এর মধ্যে সবচেয়ে সেরা আপডেট হতে হবে এর মাইক্রোসফট স্টোর এর অসাধারন উন্নতি। নতুন উইন্ডোজ-১১ এর মাইক্রোসফট স্টোর এ এসেছে পরিবর্তন, যাতে থাকছে আরো সুন্দর ডিজাইন ও ডেভলপারদের আকৃষ্ট করার মত সব ফিচার।
অ্যাপল এর এম১ চিপ চালিত ম্যাক ওএস এ আইওএস এর অ্যাপগুলো ব্যবহারের ফিচার আসতে না আসতেই একই রকম একটি ফিচার যুক্ত হয়েছে উইন্ডোজ-১১ তে। এখন থেকে অ্যামাজন অ্যাপস্টোর এ থাকা অ্যান্ড্রয়েড অ্যাপসমুহ সরাসরি ডাউনলোড করে ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড ১১ তে।
আরো পড়ুন: কিভাবে ফ্রিল্যান্সিং পেশায় আসতে পারি?
উইন্ডোজ-১০ যেমন উইন্ডোজ-৭ ও ৮ ব্যবহারকারীদের জন্য ফ্রি ছিলো, তেমনি উইন্ডোজ-১০ ব্যবহারকারীগণ ফ্রিতেই উইন্ডোজ-১১ এর আপডেট পাবে। উইন্ডোজ-১১ আপডেট পেতে মিনিমাম সিস্টেম কনফিগারেশন থাকা লাগবে-৬৪-বিট সিপিইউ, ৪ জিবি র্যাম, ৬৪ জিবি স্টোরেজ।
আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন।