বিনোদন ডেস্ক :: ছোট ও বড় পর্দার তারকারা একে একে নাম লেখাচ্ছেন ওয়েব সিরিজে। এবার সেই তালিকায় যুক্ত হলেন আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া।
সম্প্রতি ‘বিলাপ’ শিরোনামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছে তিনি। এখানে তাকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে। তার সঙ্গে এই সিরিজে প্রথমবারের মতো জুটি বেঁধেছে শরিফুল রাজ।
ফারিয়া ছাড়াও জাকিয়া বারী মম এবং রুনা খানকে ব্যতিক্রমধর্মী ২ টি চরিত্রে দেখা যাবে। আরো আছে লুৎফর রহমান জর্জ, খায়রুল বাশার, মাজনুন মিজান, মাসুম বাশার, ইনতেখাব দিনার, জয় রাজ, সমাপ্তি মাসুক, দীপু ইমাম, এহসান রহমান, আশরাফুল আশিষ, নবাগত পূজা ক্রুজ, নীলাঞ্জনা নীলা, সুমিত সেনগুপ্তসহ একঝাঁক তারকা।
আসন্ন ঈদুল ফিতরে ওয়েব সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম সিনেমাটিকে। ওয়েব সিরিজটি প্রযোজনা করেছে টার্ন কমিউনিকেন্স, যা লাইভ টেকনোলজিসের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ।