চলুন আজকে জেনে নেওয়া যাক। ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানোর সেরা ৫ টি কৌশল । যেকোনো ওয়েবসাইটের প্রাণ বলা চলে সেই ওয়েবসাইটের ভিসিটরদের। আপনার ওয়েবসাইটে যদি কোনো ভিসিটর না থাকে তাহলে সেই ওয়েবসাইটের কোনো দামই নেই ইন্টারনেট জগতে। ভিসিটর ছাড়া ওয়েবসাইটকে আমরা মানুষবিহীন দ্বীপের সঙ্গেও তুলনা করতে পারি।আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানব কোন কোন পদ্ধতি ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইট এর ট্রাফিক তথা ভিসিটর ডে বাই ডে বাড়াতে পারি।
ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানোর সেরা ৫ টি কৌশল
১. LONGTAIL KEYWORD ব্যাবহার করুন
আপনি শুধু একটি শব্দের কি-ওয়ার্ড নিয়ে কাজ করবেন আর র্যাংক আশা করবেন তা অসম্ভব। কারণ এই কি-ওইয়ার্ড প্রায় সবাই ব্যবহার করে। এ জন্য, আপনাকে Longtail Keyword বেশি ব্যবহার করতে হবে, তাহলেই আপনি কাংখিত ভিজিটরের কাছে পৌছাতে পারবেন।
- আরো পড়ুন: এসইও কেন আমাদের ওয়েবসাইটে করা প্রয়োজন
- আরো পড়ুন: লোকাল এসইও কি এবং কেন প্রতিষ্ঠানের জন্যে এত গুরুত্বপূর্ণ
- আরো পড়ুন: এসইও কি এবং কিভাবে ওয়েবসাইটে এসইও করতে হয়?
যেমন: আপনি ASUS Laptop বিক্রি করবেন। আপনার একজন টার্গেট কাষ্টমার যখন শুধু “ASUS Laptop” লিখে সার্চ করে তখন আপনার সাইটটি খুজে না পাবার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু সে যদি এভাবে খুজে “ASUS vivobook s15 s530 in bangladesh” তাহলে আপনাকে পাবার সম্ভাবনা অনেক বেড়ে যেত।
কারণ, গুগলে “ASUS laptop” লিখে সার্চ দিলে প্রায় 506,000,000 গুলো ফলাফল আসে, আবার “ASUS vivobook s15 s530 in bangladesh” লিখে সার্চ দিলে মাত্র ৩৪ টি ফলাফল আসে।আপনি প্রশ্ন করতে পারেন, এতো বড় টাফিক বাদ দিয়ে মাত্র ৩০ থেকে ৪০ জনকে টার্গেট করবো কেন ? উত্তরটি খুবই সহজ, কারন এই ৩০ থেকে ৪০ জনই মূলত আপনার টার্গেট কাষ্টমার। এদেরকে আপনি সাইটে আনতে পারলে কাংখিত সেল পেয়ে যাবেন।
২. EFFECTIVE টাইটেল/ শিরোনাম দিন
একটি ভালো টাইটেল আপনাকে এনে দিতে পারে সাধারনের তুলনায় অনেক বেশি ভিজিটর। কারন, যখন আমার গুগলে কোনও কিছু সার্চ করি, তখন আমরা বেশিভাগই শুধুমাত্র টাইটেল/
শিরোনাম এর দিকে লক্ষ্য করে পেজে ভিজিট করে থাকি। একটি ভালো টাইটেলের বৈশিষ্ট্য অনেক কিছুই হতে পারে। এ জন্য এসব বিষয় গুলোর দিকে লক্ষ রাখতে পারেন, যেমন: Word Balance, Headline Type, Common, Uncommon, Emotional, Power, Call to action, keyword, negative word, action, Positive word, (number)noun, Skimmability etc.
৩. সকল পোস্টে INTERNAL LINK সেট আপ করুন
আপনার ওয়েবসাইটের সকল পোস্টই সমান ভাবে জনপ্রিয় বা সার্চ ইঞ্জিনে র্যাংক করবে তা নাও হতে পারে। তাহলে বাকি পোস্টগুলোতে ভিজিটর বৃদ্ধি করবেন কিভাবে? এ জন্য ইন্টারনাল লিংক করতে পারেন। আপনাকে আগে বের করতে হবে ঐসব পেজ বা পোষ্টগুলোকে যেগুলো সার্চ ইঞ্জিনে ভালো পজিশনে র্যাংক করে, অর্থাৎ ভালো ভিজিটর পায়। এবার ঐসব পেজ বা পোষ্টগুলো থেকে নতুন বা কম জনপ্রিয় পোষ্টগুলোকে লিংক করে দিন। এতে করে ঐ পেজটিতে ট্রাফিকের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা বেড়ে যাবে। উইকিপিডিয়াকে লক্ষ্য করলেই দেখবেন, তাদের প্রতিটি পেজ এতো ভালো র্যাংক করার মূলেই আছে, সঠিক নিয়মে ইন্টারনাল লিংক।
৪. ওয়েবসাইটকে USER FRIENDLY করুন
আপনার সাইটে একজন ভিজিটর আসলে সে যেন নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যবোধ করে। তার জন্য আপনি আপনার সাইটে সুন্দর মেনু রাখতে পারেন, প্রয়োজনমত রাইট সাইটবার ব্যবহার করা, মোবাইল-কম্পিউটার ও ট্যাবসহ বিভিন্ন ডিভাইস উপযোগী করুন ইত্যাদি।তার পারসোনালিটিকে গুরুত্ব দিন ।
- আরো পড়ুন: গ্রাফিক্স ডিজাইনে কোন সফটওয়্যার ব্যবহার করা হয়(এটুজেড)
- আরো পড়ুন: ওয়েব ডেভেলপমেন্ট শিখতে কি কি প্রয়োজন
- আরো পড়ুন: গুগল অ্যাডসেন্স ও ফেসবুক থেকে সহজে যেভাবে আয় করবেন
৫. সোসাইল মিডিয়াই নিস (NICHE) ভিত্তিক মার্কেটিং করুন
বর্তমানে সবাই সোশ্যাল মিডিয়াতে সময় দিতে পচ্ছন্দ করে। তাই আপনি যদি আপনার নিস ভিত্তিক কোনও গ্রুপ তৈরি করেন, তাহলে সেখানে একই মানসিকতার ভিজিটরদের পাবেন। যারা আপনার সাইটের যেকোনো পোষ্টকেই স্বাদরে গ্রহন করবে। তবে অবশ্যই, গ্রুপে শুধু মাত্র প্রোমোশনাল পোষ্ট দিলে হবে না। আপনাকে ভিজিটর বা অন্যান্য মেম্বারদের মতের প্রডাক্ট এর রিভিউ, সমস্যা উপকারিতা ইত্যাদি বিষয়ে পোস্ট দিতে হবে।নিস ভিত্তিক পেইড মার্কেটিং ও করতে পারেন ।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।