জেনে নিন কনফারেন্স কল করার নিয়ম সম্পর্কে। আসুন এ বিষয়ে আজকে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া যাক। Conference Call – যদি আপনি মোবাইল ফোন ব্যবহার করে থাকেন তাহলে কনফারেন্স কল শব্দটি আপনি অবশ্যই থাকবেন। যার মাধ্যমে আপনি একসঙ্গে অনেকগুলো কল করে সবার সাথে একসঙ্গে যোগাযোগ করতে পারবেন।
- আরো পড়ুন: Hotspot কিভাবে চালু করবো – কিভাবে Hotspot সংযোগ করতে হয়
- আরো পড়ুন: রেশন কার্ড আধার লিংক করার উপায়
- আরো পড়ুন: জিপিএস কি – জিপিএস কিভাবে কাজ করে এবং ব্যবহার
যদি আপনি কনফারেন্স কল করার নিয়ম সম্পর্কে না জেনে থাকেন তাহলে আজকে আর্টিকেলে কনফারেন্স কল কি করে করে এবং conference call meaning in bengali সম্পর্কে জানতে পারবেন। যার মাধ্যমে আপনি যেকোন মোবাইলে খুব সহজে কল কনফারেন্স করতে পারবেন।
Conference Call meaning in Bengali
কনফারেন্স কল মানে হল একসঙ্গে অনেকগুলো কল একত্রে করা। যেখানে প্রথমে আপনি যেকোনো নাম্বারে কল করতে পারবেন। এবং তারপর সেই নাম্বারটি হোল্ডে রেখে অন্য নাম্বারে বা অন্য ব্যক্তি কে কল করতে পারবেন।
এবং সবকটি কল করা হয়ে গেলে প্রত্যেকটি কলকে একসঙ্গে Merge করে, সকলে মিলে একসঙ্গে মোবাইলের সাহায্যে বার্তালাপ করতে পারবেন। এই সিস্টেমটাকে Conference Call বলা হয়।
কনফারেন্স কল কিভাবে করে
কনফারেন্স কল করবার জন্য আপনাকে একটি নির্দিষ্ট নাম্বারে কল করতে হবে। এর পর পুনরায় কোন নাম্বারে কল করার জন্য, বর্তমানে কানেক্ট হওয়া ফোন নাম্বারটি কে হোল্ডে রেখে অন্য নাম্বারে Call ‘Add‘ করতে পারেন। এভাবে আপনি যতগুলো ফোন নাম্বারে ফোন করবেন ততগুলো ফোন নাম্বার আপনার মোবাইল থেকে কনফারেন্স হবে।
সবকটি ফোন কল সম্পন্ন হওয়ার পর, Merge অপশন এর সাহায্যে সমস্ত ব্যক্তির সঙ্গে একত্রে কমিউনিকেট করতে পারবেন।
কনফারেন্স কল কি করে করে
এন্ড্রয়েড মোবাইলে কনফারেন্স কল করবার জন্য প্রথমে আপনি মোবাইলে ডায়াল প্যাড খুলে নিন। ডায়াল প্যাড খুলে নেয়ার পর প্রথম ব্যক্তিকে ফোন কল দিন। প্রথম ব্যাক্তি আপনার ফোন কোনটি তুলে নেয়ার পর, পুনরায় Add অপশনে ক্লিক করুন। এরপর আপনার সামনে পুনরায় কন্টাক্ট নাম্বার আসবে। আপনি সেখান থেকে দ্বিতীয় ব্যক্তি কে কল করুন।
দ্বিতীয় ব্যক্তি কলটি রিসিভ করার পর আপনি পুনরায় Add অপশনে ক্লিক করুন। এরপর তৃতীয় ব্যক্তি কে কল করুন। সমস্ত ব্যক্তিকে একই সময়ে কল করা হয়ে গেলে Merge অপশনে ক্লিক করে দিন। এখন সমস্ত ব্যক্তি সবার সঙ্গে একত্রে কথাবার্তা বলতে পারবে।
এভাবে আপনি যত জনের সঙ্গে কল কনফারেন্স করতে চান তত গুলো ব্যক্তির সঙ্গে একত্রে, কল কনফারেন্স করতে পারেন।
conference call করার সুবিধা
যদি একটি ব্যক্তি অন্য ব্যক্তিকে ফোন করতে চান, এবং তার মোবাইলে যদি টাকা না থাকে তাহলে আপনি ২ টি কলকে কনফারেন্সের মাধ্যমে একত্রে যুক্ত করে দিতে পারেন। এবং যার ফলে তারা মোবাইলে টাকা ছাড়াই অন্য জনের সঙ্গে কথাবার্তা বলতে পারবে।
এছাড়া যদি ফোন কল এর মাধ্যমে মিটিং করা হয় তাহলে কনফারেন্সের মাধ্যমে সকল ব্যক্তিকে একত্রে যুক্ত করে তাদের মতামত খুব সহজে নেয়া যায় এবং বাকি ব্যক্তিদের সেই মতামত শোনানো যায়। বন্ধু বান্ধবীরা মিলে একত্রে কথাবাত্রা বলবার জন্য কনফারেন্স কল খুবই গুরুত্বপূর্ণ।
- আরো পড়ুন: ত্বকের অ্যালার্জি, লক্ষণ ও প্রতিকারসমূহ
- আরো পড়ুন: সানব্লক ব্যবহারের নিয়ম
- আরো পড়ুন: স্কিন ক্যান্সার বুঝবেন যেসব লক্ষণে
শেষ কথা
আশা করি উপরের তথ্য থেকে কিভাবে কল কনফারেন্স করব ও কনফারেন্স কল করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যদি আপনি কনফারেন্স কল করতে চান তাহলে এখনি উপরের পদ্ধতি অনুসারে আপনার বন্ধুদের তথ্য কনফারেন্স করুন।
আর যদি এখনো এই আর্টিকেলটি সম্পর্কে কোন প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা কমেন্টের মাধ্যমে আপনাকে অবশ্যই সাহায্য করার চেষ্টা করব।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।