বিনোদন ডেস্ক :: ঢাকাই ইন্ডাস্ট্রিতে আবারো কোভিড-১৯ এর থাবা। একের পর এক আক্রান্ত হচ্ছেন তারকারা। এবার কোভিড-১৯তে আক্রান্ত হলেন কিংবদন্তি অভিনেতা আলমগীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন অভিনেতার স্ত্রী ও কিংবদন্তি গায়িকা রুনা লায়লা।
ফেসবুক পোস্টে রুনা লায়লা লিখেন, আলমগীর সাহেবের কোভিড-১৯ পরীক্ষার রেজলাট পজেটিভ এসেছে। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি। হাসপাতালটির ডাক্তার, নার্স এবং কর্মীরা তাকে পর্যবেক্ষণ করছে এবং যত্ন নিচ্ছে।
রুনা লায়লা আরও লিখেন, তিনি এখন ভালো আছেন। পরিবার হিসাবে আমরা চাই তার প্রাথমিক ও সম্পূর্ণ সুস্থতার জন্য দোয়া করবেন সবাই। সবার সম্মিলিত প্রার্থনা তাকে দ্রুত নিরাময় করবে ইনশাআল্লাহ।