শিক্ষা প্রতিনিধি :: কোভিড-১৯ আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ মারা গেছেন। গতকাল (বুধবার ৫ মে) রাতে তার মৃত্যু হয়।
সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্ল্যাহ বলেন, আহসান উল্লাহ কয়েক দিন ধরে কোভিডের সাথে লড়াই করছিলো। গতকাল (বুধবার ৫ মে) কুষ্টিয়া থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মারা যান তিনি।
ড. মুহাম্মদ আহসান উল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করে অধ্যাপক মোহাম্মদ অলী উল্ল্যাহ বলেন, তার মৃত্যুতে দাওয়া বিভাগ অভাবনীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি একজন বিজ্ঞ মানুষ ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের গুরত্বপূর্ণ পদেও অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে।
অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ মৃত্যুকালে স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা এবং দাফন পারিবারিক সিদ্ধান্তে গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে সম্পন্ন হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যারা।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ।