আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের গুজরাট রাজ্যে একটি হাসপাতালে আগুন লেগে ১৮ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই কোভিড-১৯ আক্রান্ত রোগী। আজ (শনিবার ১ মে) রাতে রাজ্যটির ভারুচ শহরের প্যাটেল ওয়েলফেয়ার হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, ভারুচ-জাম্বুসর মহাসড়কের পাশে অবস্থিত ৪তলা এই হাসপাতালটিতে কোভিড রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিলো। দিবাগত রাত ১টার দিকে হঠাৎ হাসপাতালটিতে আগুন লাগে।
হাসপাতালটিতে ভর্তি ছিলো ৫০ জন কোভিড রোগী। তাদের মধ্যে আইসিইউতে ভর্তি ছিলেন ২৪ জন। আগুন লাগার পরে অনেকে দৌড়ে বেরিয়ে আসতে সক্ষম হলেও ১২ জন রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। এছাড়া ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা মিলে ৫০ জন রোগীকে উদ্ধার করে কাছাকাছি হাসপাতালগুলিতে স্থানান্তর করেন।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে ভারুচ পুলিশের এসপি রাজেন্দ্র সিং চুদাসামা। পুলিশ মনে করছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
আগুন লাগার কারণ সম্পর্কে এখলো কিছু জানা না গেলেও ফায়ার সার্ভিস কর্মকর্তা শৈলেষ সানসিয়া বলেন, হাসপাতালটির নিচতলায় কোভিড ওয়ার্ডে আগুন লাগে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে ঘণ্টাখানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ।