আন্তর্জাতিক ডেস্ক :: কোভিড-১৯ পরীক্ষার ফল পাওয়া যাবে এক সেকেন্ডে মাত্র এক সেকেন্ডে পাওয়া যাবে কোভিড-১৯ পরীক্ষার ফল। এমন একটি বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
বলা হচ্ছে মুখের লালা কিংবা থুতু নিয়ে নতুন আবিষ্কৃত সেন্সর ব্যবহার করে এক সেকেন্ডে জানা যাবে ঐ ব্যক্তি কোভিড-১৯ আক্রান্ত কি না। যা বর্তমান সময়ে যেকোনো কোভিড-১৯ পরীক্ষা পদ্ধতির চেয়ে দ্রুততম।
প্রতিবেদনে বলা হয়, নতুন এই কোভিড-১৯ পরীক্ষার পদ্ধতি নিয়ে বিস্তারিত গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে জার্নাল অব ভ্যাকুয়াম সায়েন্স অ্যান্ড টেকনোলজি বি নামের একটি সাময়িকীতে।
এ প্রসঙ্গে নিবন্ধের লেখক ও ইউনিভার্সিটি অব ফ্লোরিডার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরাল ক্যান্ডিডেট মিনঘান জিয়ান বলেন, নতুন এই করোনা পরীক্ষা পদ্ধতি ব্যবহার করে সুফল পাওয়া যাবে।
তিনি বলেন, আমাদের বায়োসেন্সর স্ট্রিপটি দেখতে হবে রক্তের গ্লুকোজ পরীক্ষার কিটের মতো। এর এক প্রান্তে একটি মাইক্রোফ্লুইড চ্যানেল থাকবে। এতে ইলেকট্রোড থাকবে, যার মাধ্যমে নমুনা পরীক্ষা করা হবে।
এই পরীক্ষার সময় সেন্সর স্ট্রিপ একটি কানেক্টরের মাধ্যমে সার্কিট বোর্ডের সাথে যুক্ত থাকে। সেন্সর স্ট্রিপে ২টি ইলেকট্রোড থাকবে। একটি ইলেকট্রোডে করোনার অ্যান্টিবডি থাকবে। পরীক্ষার সময় স্ট্রিপের ইলেকট্রোডে সামান্য পরিমাণে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এর মাধ্যমে সংকেত সার্কিট বোর্ডে আনা হবে বিশ্লেষণের জন্য। আমাদের তৈরি ব্যবস্থাটি এই সংকেত বিশ্লেষণ করে স্ক্রিনে ফল জানাবে।
এই উদ্ভাবনের সাথে জড়িত গবেষকেরা বলেছেন, এর ফলে কোভিড-১৯ পরীক্ষার খরচ কমবে। এই প্রযুক্তি শুধু কোভিড-১৯ পরীক্ষার জন্য ব্যবহার করা যাবে এমনটা নয়। অন্যান্য রোগ পরীক্ষার জন্যও ব্যবহার করা যাবে।
জিয়ান বলেন, যে ইলেকট্রোডে কোভিড-১৯ এর অ্যান্টিবডি ব্যবহার করা হচ্ছে, তাতে অন্য অ্যান্টিবডি ব্যবহার করেই অন্য রোগের পরীক্ষা করা যাবে।
কোভিড-১৯ পরীক্ষার জন্য আরটি-পিসিআর পরীক্ষাকে আদর্শ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু এই পিসিআর পরীক্ষায় সময় বেশি লাগে। কখনো এই পরীক্ষার ফল পেতে কয়েক ঘণ্টা এমনকি অনেক ক্ষেত্রে কয়েক দিনও লেগে যায়।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।