কোভিড-১৯: ভারতে সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতে টানা দ্বিতীয় দিনের মতো কোভিড-১৯তে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গতকাল (বুধবার ২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টা পর্যন্ত ভারতে ১দিনে ৩ হাজার ৫৩৫ জন কোভিড আক্রান্ত হয়ে মারা গেছে। আগের দিন গত মঙ্গলবার ( ২৭ এপ্রিল) রাত ১১টা পর্যন্ত ভারতে এক দিনে ৩ হাজার ৩০৬ জন করোনায় মারা যান।

ভারতে মহামারি কোভিড-১৯ শুরুর পর এই প্রথম দেশটিতে ১ দিনে সাড়ে ৩ হাজারের বেশি রোগীর মৃত্যু হলো। ১ দিনে মৃত্যুর এই রেকর্ডসংখ্যা নিয়েই ভারতে কোভিডে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ৭০১ জন।

গতকাল (বুধবার ২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টা নাগাদ ভারতে ১ দিনে ৩ লাখ ৭৯ হাজার ২৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ভারতে আগে কখনো ১ দিনে এত কোভিড রোগী শনাক্ত হয়নি। শুধু তা-ই নয়, বিশ্বের কোনো দেশে এখন পর্যন্ত এক দিনে এত কোভিড রোগী আগে কখনো শনাক্ত হয়নি।

ভারতে গত মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত ১১টা নাগাদ এক দিনে ৩ লাখ ৬২ হাজার ৭২৩ জন কোভিড রোগী শনাক্ত হয়েছিল। তার আগের ২৪ ঘণ্টায় সোমবার (২৬ এপ্রিল) ৩ লাখ ২৩ হাজার ১৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। গত রোববার (২৫ এপ্রিল) ২৪ ঘণ্টায় ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। বিশ্বের কোনো দেশে ১ দিনে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ডটি গত বৃহস্পতিবারের আগপর্যন্ত যুক্তরাষ্ট্রের দখলে ছিল। যুক্তরাষ্ট্রে গত জানুয়ারিতে এক দিনে সর্বোচ্চ ২ লাখ ৯৭ হাজার ৪৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

ভারতে কোভিড সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৩০। ভারতে টানা ৮ দিন ধরে ৩ লাখের বেশি করে কোভিড রোগী শনাক্ত হচ্ছে। তার আগে গত ১৫ এপ্রিল থেকে দেশটিতে প্রতিদিন দুই লাখের বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছিল। আর টানা এক সপ্তাহ ধরে ভারতে দুই হাজারের বেশি মানুষ করোনায় মারা যাওয়ার পর গতকাল থেকে দৈনিক মৃত্যু তিন হাজারের বেশি।

ভারতে কোভিড সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। তারপর রয়েছে কেরালা, কর্ণাটক, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, দিল্লি, অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গ। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট ও হরিয়ানার পরিস্থিতিও অবনতিশীল। গতকাল স্থানীয় সময় রাত সাড়ে ১১টা পর্যন্ত মহারাষ্ট্রে শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৩০৯ জন। কর্ণাটকে ৩৯ হাজার ৪৭ জন। কেরালায় ৩৫ হাজার ১৩ জন।

 

 

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ।

এগুলো দেখুন

জেনে নিন করোনার ক্যাপসুলের দাম কত, খেতে হবে কতটি

জেনে নিন করোনার ক্যাপসুলের দাম কত, খেতে হবে কতটি

করোনাভাইরাসের চিকিৎসায় মুখে খাওয়ার ক্যাপসুল ‘মলনুপিরাভির’ জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। বিশ্বের দ্বিতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *