ক্যাডেট কলেজে ভর্তিচ্ছুদের প্রস্তুতি 2022।। ক্যাডেট কলেজ সামরিক বাহিনী পরিচালিত বিশেষ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ধারণার সৃষ্টি হয় সামরিক বাহিনীতে যোগ্য কর্মকর্তা তৈরির চেতনা থেকে প্রতিবছর সারা দেশে থেকে অসংখ্য ছাত্রছাত্রীরা ক্যাডেট কলেজে ভর্তি হবার জন্য ভর্তিযুদ্ধে নামেন। তাদের কথা চিন্তা করেই সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন ও উত্তর দেয়া হলো।
সাধারণ জ্ঞান
ক্যাডেট কলেজে ভর্তিচ্ছুদের প্রস্তুতি 2022
সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও
১। আমাদের দেহে কয়টি দৃশ্যমান ইন্দ্রিয় রয়েছে?
ক। ৪ √খ। ৫ গ। ৬ ঘ। ২
২। চোখকে ধুলাবালি থেকে রক্ষা করে-
√ক। চোখের পাতা খ। চোখের মণি
গ। স্ক্লেরা ঘ। কর্ণিয়া
৩। কানের বাইরের অংশকে কি বলে?
√ক। পিনা খ। কোমলাস্থি
গ। মধ্যপর্দা ঘ। অন্তঃকর্ণ
- আরো পড়ুন: বয়স কত আপনার?
- আরো পড়ুন: পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান
- আরো পড়ুন: নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
৪। কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্ত নালিহীন ও বর্ণহীন?
ক। শামুক খ। চিংড়ি
গ। ঝিনুক √ঘ। তেলাপোকা
৫। দেহের তাপ নিয়ন্ত্রিত হয় কোনটির সাহায্যে?
ক। পেশি √খ। ত্বক
গ। অস্থি ঘ। তন্ত্র
ক্যাডেট কলেজে ভর্তিচ্ছুদের প্রস্তুতি 2022
এক কথায় উত্তর দাও
ক। মানুষের জীবন ধারাকে কি বলা হয়? → সংস্কৃতি
খ। ওয়ানগালা কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসবের নাম? → গারোদের
গ। সংস্কৃতির উপাদানকে কয়ভাগে ভাগ করা হয়েছে? → ২ ভাগে
ঘ। ভাটিয়ালি বাংলাদেশের কোন অঞ্চলের গান? → ময়মনসিংহ ও সিলেট
ঙ। ভাষা বর্ণমালা কি ধরনের সাংষ্কৃতিক উপাদান? → অবস্তুগত উপাদান
চ। কোথায় গেলে শত বছরের পুরোনো ঐতিহাসিক নিদর্শনের দেখা মেলে? → জাদুঘরে
ছ। সোহরাই উৎসবটি কারা উদযাপন করে? → সাঁওতালরা
জ। ভাষা, বর্ণমালা কী ধরনের সংস্কৃতিক উপাদান? → অবস্তুগত
ঝ। পৃথিবীর প্রথম কম্পিউটারের নাম কী? → এনিয়াক
ঞ। তথ্য বিশ্লেষণ করে কী পাওয়া যায়? → জ্ঞান
নিচের দেশগুলোর পার্লামেন্টের নাম লিখ
ক। জাপান → ডায়েট
খ। পাকিস্তান → মজলিশ-ই-শুরা
গ। চীন → ন্যাশনাল পিপলস কংগ্রেস
ঘ। মালদ্বীপ → দ্য পিপলস মজলিস
ঙ। ডেনমার্ক → ফোকেটিং
General Knowledge
Answer to the following question
a. Who is our national poet? → Kazi Nazrul Islam
b. What are our main food items? → Rice and Food
c. What is the main feature of Bengali culture? → Changability
d. Culture is of two types.
e. Most of the people of Bangladesh are of Muslim religion.
f. The culture of Bangladesh is very Humanitarian.
Fill in the blanks
a. Light enter the eyes through the Cornea.
b. Ear drum is the last part of the external ear.
c. Ear hole ends with the Ear Drum.
d. Brain is located within our Skull.
e. we can fell something with the help of our Five Sensory Organs.
Answer the following question
a. By analyzing information what is found? → Knowledge
b. What is E-Commerce? → Online based business
c. What is E-Governance? → Online based government
d. How many books are kept in our e-book? → Thousands books
e. In which age do we live? → Digital
f. Which computer do we use? → Micro Computer
Write the names of the parliament
a. Afghanistan Shora
b. Australia Federal Parliament
c. Britain Parliament
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।