গোপনে চ্যাটের স্ক্রিনশট নিলে জানাবে মেসেঞ্জার

জেনে নিন গোপনে চ্যাটের স্ক্রিনশট নিলে জানাবে মেসেঞ্জার যেভাবে। আসুন এ বিষয়ে আজকে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া যাক। ফেসবুকের মেসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা নিয়ে এলো। এখন মেসেঞ্জার ব্যবহার হবে আরও নিরাপদ।



গোপনে চ্যাটের স্ক্রিনশট নিলে জানাবে মেসেঞ্জার

গত বছর থেকেই ফেসবুকের সহপ্রতিষ্ঠান তিনটি ফিচার ডেভেলপমেন্টের কাজ শুরু করেছিল। এমনকি ফিচারগুলো পরীক্ষামূলকভাবে ব্যবহার করা শুরু হয়। এরপর নতুন বছরের প্রথম মাসেই সেগুলো সাধারণের জন্য লঞ্চ করা হল। ফিচারগুলোর মাধ্যমে চ্যাট আরো নিরাপদ হবে।

প্রথমত এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচার যোগ করা হয়েছে। দ্বিতীয়ত, স্ক্রিনশট ডিটেকশন চালু করা হয়েছে। তৃতীয়ত টেক্সট মেসেজে রিয়্যাকশন ফিচারও আনা হয়েছে।

বর্তমানে মেসেঞ্জার চ্যাটে এন্ড টু এন্ড এনক্রিপশন চালু না হওয়ায় তা লিক হওয়ার সম্ভাবনা থাকত। এবার আরো নিরাপদ হচ্ছে চ্যাট। যাদের মধ্যে কথাবার্তা হবে শুধুমাত্র তারাই ওই কথপোকথন দেখতে পাবেন। তৃতীয় কোনও ব্যক্তি এমনকি ফেসবুকের কোনও সিস্টেম ওই চ্যাট রিড করতে পারবে না। হোয়াটসঅ্যাপে অনেকদিন পূর্বে থেকেই চালু আছে এই ফিচার।

ক্রিনশট ডিটেকশন ফিচার চালু হওয়ায় লাভবান হবেন ব্যবহারকারীরা। এক্ষেত্রে কোনও চ্যাটের স্ক্রিনশট নেয়া হলে চ্যাটে থাকা অপর ব্যবহারকারীও তা বুঝতে পারবেন। তার কাছে একটি নোটিফিকেশন পৌঁছে যাবে। মেসেঞ্জারের যেকোনো টেক্সট মেসেজে এখন রিয়্যাকশন অ্যাড করা যাবে। এই ফিচারটিও হোয়াটসঅ্যাপে চালু হয়েছে বেশ কিছুদন আগেই।



মেসেঞ্জারের প্রডাক্ট ম্যানেজার টিমথি বুক একটি ব্লগ পোস্টে জানিয়েছেন, ‘আজ আমরা এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচার চালু করলাম। এর ফলে আপনার মেসেঞ্জার ব্যাবহারের অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে যাবে। এই ফিচারগুলো চালু করতে আমাদের ইঞ্জিনিয়ারদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে’।

এই ফিচারগুলো ব্যবহার করার জন্য ফেসবুকের মেসেঞ্জার অ্যাপটি আপডেট করতে হবে। একসঙ্গে সবগুলো ফিচার ব্যবহার করার সুযোগ না পেলেও কয়েকদিনের মধ্যে সব ব্যবহারকারীর কাছেই ফিচারগুলো পৌঁছে যাবে।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

সোশ্যাল মিডিয়ায় ভুয়া প্রোফাইল চিনবেন যেভাবে

সোশ্যাল মিডিয়ায় ভুয়া প্রোফাইল চিনবেন যেভাবে

জেনে নিন সোশ্যাল মিডিয়ায় ভুয়া প্রোফাইল চিনবেন যেভাবে। আসুন এ বিষয়ে আলোচনা করে আজকে বিস্তারিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *