আন্তর্জািতক ডেস্ক :: নারীদের ছোট পোশাকের কারণেই পাকিস্তানে ধর্ষণ বাড়ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম এইচবিওতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
পাক প্রধানমন্ত্রী আরো বলেন, যদি একজন নারী ছোট পোশাক পরিধান করে ঘুরে বেড়ান, তাহলে সেটির প্রভাব একজন পুরুষের ওপর পড়তে বাধ্য এবং এর ফলে পুরুষের মন চঞ্চল হতে পারে। আর এটা খুব সাধারণ ব্যাপার। অবশ্য তিনি যদি রোবট হন তাহলে ভিন্ন কথা।
সরাসরি সম্প্রচার হওয়া ঐ সাক্ষাৎকারে ইমরান খানকে প্রশ্ন করা হয়েছিলো- পাকিস্তানে বাড়তে থাকা ধর্ষণ এবং যৌন হেনস্তার ঘটনা নিয়ন্ত্রণ করতে তার সরকার এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছে। জবাবে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন: প্রাকৃতিক উপায় ঘর ঠান্ডা রাখুন
এ সময় তিনি আরো বলেন, কামনা বা বাসনা সংবরণ করার জন্যই পর্দা প্রথা চালু হয়। কিন্তু এই সংবরণের জন্য ইচ্ছাশক্তি সবার নেই।
উল্লেখ্য, গত এপ্রিলেও এক টেলিভিশন সাক্ষাৎকারে ইমরান খান বলেছিলেন, পুরুষদের সংযত রাখতে নারীদের উচিত খোলামেলা পোশাক না পরা এবং শরীর ঢেকে চলা।
আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন।