স্পোর্টস ডেস্ক :: ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু হচ্ছে আগামী ৩১ মে। ক্রিকেট লিগ শুরুর আগে বিভিন্ন ক্লাবের খেলোয়াড়সহ ২৬৯ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭ ক্রিকেটারসহ ৯ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, যথাসময়ে তারা ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করতে চান। কোভিড-১৯ আক্রান্তদের আবারো পরীক্ষা করা হবে।
গতকাল (বুধবার ২৬ মে )থেকে ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষা শুরু হয়। আজ (বৃহস্পতিবার ২৭ মে) দ্বিতীয় দফায় কোভিড-১৯ পরীক্ষা চলছে। ১ দিনের বিরতিতে আগামীকাল (শুক্রবার ২৮ মে) দ্বিতীয় টেস্ট হবে ক্রিকেটারদের।
১২ ক্লাবের অংশগ্রহণে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে হবে ঢাকা প্রিমিয়ার লিগ। ক্লাবগুলো প্রস্তুতি নেয়া শুরু করে ঈদের পর পরই। ঢাকার বিভিন্ন মাঠে অনুশীলন করছেন ক্রিকেটাররা। অনেক ক্রিকেটার আবার নিজ থেকেও প্রস্তুত হচ্ছেন।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।