দই বেগুন সঠিক ভাবে রাঁধতে পারলে চাটতে হবে আঙুল। রইল দই বেগুন বানানোর প্রণালী।
- আরো পড়ুন: বেলের শরবত তৈরির পদ্ধতি
- আরো পড়ুন: রেসিপি: নারকেল দুধে কাতলা
- আরো পড়ুন: ত্বক ও চুলের সৌন্দর্য বাড়বে যে ১০ খাবার
উপকরণ
১। বেগুন: ২টি (মাঝারি আকারের, ছোট চৌকো করে কাটা)
২। টমেটো: ১টি (ছোট চৌকো করে কাটা)
৩। পেঁয়াজ: ১টি
৪। হলুদ, মরিচ গুঁড়া: ছোট চামচের ২ চামচ করে)
৫। দই: ৩ চামচ
৬। ধনেপাতা: পরিমাণ মতো
- আরো পড়ুন: কিভাবে তৈরি করবেন চিকেন ডোনাট
- আরো পড়ুন: কিভাবে ঘরে বসে তৈরি করবেন চিকেন রোল
- আরো পড়ুন: রেসিপি: চিকেন ফ্রাই
প্রণালী
১। বেগুনে লবন, হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে ভাল করে ভেজে নিতে হবে প্রথমে।
২। বেগুন সিদ্ধ হয়ে এলে তাতে দিয়ে দিতে হবে পেঁয়াজ এবং আন্দাজ মতো আর একটু লবন।
৩। ভাল করে নেড়ে নিন। তার পর দিন টমেটো এবং সামান্য পানি। মনে রাখবেন বেশি ঝোল হবে না, মাখা মাখা হবে। কাজেই পানি দিতে হবে মেপে।
৪। শেষে, একদম কম আঁচে দিয়ে দিন দই। ভাল করে নেড়ে নেবেন, যাতে দই কেটে না যায়।
৫। রান্না হয়ে এলে নামিয়ে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিন অল্প ধনেপাতা। ব্যাস তৈরি সুস্বাদু দই বেগুন।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।