স্টাফ রিপোর্টার: ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভাস্কারাচার্য কলেজ অফ এপ্লাইড সায়েন্সেসের মর্যাদাপূর্ণ সাকশমজিভ সোসাইটির ২০২১-২২ শিক্ষাবর্ষের এজিএস নির্বাচিত হয়েছেন বরিশালের সন্তান ইরফান রহমান৷ গত ১৮ নভেম্বর অনুষ্ঠিত চূড়ান্ত নির্বাচনী শেষে এবছরের কমিটি ঘোষণা করেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাকশমজিভ সোসাইটির কোঅর্ডিনেটর ড. পূর্ণিমা আনান্দ৷
- আরো পড়ুন: বয়স কত আপনার?
- আরো পড়ুন: পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান
- আরো পড়ুন: নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
সাংবাদিক জাকির হোসেনের একমাত্র সন্তান ইরফান বরিশাল জিলা স্কুল থেকে মাধ্যমিক, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং আর্থ হাউজ স্কুল থেকে এ লেভেলস সম্পন্ন করেন৷ বর্তমানে দিল্লি বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি (অণুজীববিজ্ঞান) বিভাগে অধ্যয়ন করছেন৷
উল্লেখ্য, সাকশমজিভ সোসাইটি অণুজীববিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণাকর্ম ও আবিষ্কারের ক্ষেত্রে দিল্লি বিশ্ববিদ্যালয়ের উচ্চতর একটি অংশ৷ সর্বোচ্চ ফলাফল ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমের ওপর ভিত্তি করে প্রতি শিক্ষাবর্ষে কমিটির সদস্য বাছাই এবং পদ বণ্টন করা হয়৷
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।