দিল্লির সাকশমজিভ’র এজিএস হলেন বরিশালের ইরফান

স্টাফ রিপোর্টার: ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভাস্কারাচার্য কলেজ অফ এপ্লাইড সায়েন্সেসের মর্যাদাপূর্ণ সাকশমজিভ সোসাইটির ২০২১-২২ শিক্ষাবর্ষের এজিএস নির্বাচিত হয়েছেন বরিশালের সন্তান ইরফান রহমান৷ গত ১৮ নভেম্বর অনুষ্ঠিত চূড়ান্ত নির্বাচনী শেষে এবছরের কমিটি ঘোষণা করেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাকশমজিভ সোসাইটির কোঅর্ডিনেটর ড. পূর্ণিমা আনান্দ৷

সাংবাদিক জাকির হোসেনের একমাত্র সন্তান ইরফান বরিশাল জিলা স্কুল থেকে মাধ্যমিক, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং আর্থ হাউজ স্কুল থেকে এ লেভেলস সম্পন্ন করেন৷ বর্তমানে দিল্লি বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি (অণুজীববিজ্ঞান) বিভাগে অধ্যয়ন করছেন৷

উল্লেখ্য, সাকশমজিভ সোসাইটি অণুজীববিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণাকর্ম ও আবিষ্কারের ক্ষেত্রে দিল্লি বিশ্ববিদ্যালয়ের উচ্চতর একটি অংশ৷ সর্বোচ্চ ফলাফল ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমের ওপর ভিত্তি করে প্রতি শিক্ষাবর্ষে কমিটির সদস্য বাছাই এবং পদ বণ্টন করা হয়৷

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

আসন ২৬ লাখ, পাশ করেছে ২১ লাখ! শূন্য থাকবে কত!

আসন ২৬ লাখ, পাশ করেছে ২১ লাখ! শূন্য থাকবে কত!

আসন ২৬ লাখ, পাশ করেছে ২১ লাখ! শূন্য থাকবে কত! এসএসসি ও সমমান পরীক্ষায় রেকর্ড পাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *