দুবাই সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনবহুল শহর এটি। মধ্য প্রাচ্যের প্রধান ব্যবসায়ী কেন্দ্র হিসেবে চিনিহৃতর পাশাপাশী বিনোদনের জন্য অন্যতম। দুবাই শহরের অত্যাধুনিক আকাশচুম্বী ভবন, বিশাল বিশাল সব শপিং মল, প্রচুর হোটেল এবং বড় বড় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। আপনি দুবাই ভ্রমন করতে চাইলে আপনার ভ্রমন পরিকল্পনার উপর নির্ভর করে সিঙ্গেল বা মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারেন। আজকে আলোচনা করবো দুবাই টুরিস্ট ভিসা প্রসেসিং লিংক সহ এ টু জেড সম্পর্কে।
- আরো পড়ুন: অভিবাসী ভিসা সাক্ষাৎকার পুনঃনির্ধারণ বা আই ভি ২২১জি ফলোআপ সাক্ষাৎকার নির্ধারণ
- আরো পড়ুন: K ভিসা আবেদনকারী
- আরো পড়ুন: আমেরিকার ভিসা অনুমোদন এবং ইস্যুর পরবর্তী ধাপ
দুবাই টুরিস্ট ভিসার ভিসার মেয়াদ ৩০ দিন থেকে ৯০ দিন পর্যন্ত হয়ে থাকে। তবে সেদেশের নিয়ম/আইন অনুযায়ী আপনি চাইলে ভিসার মেয়াদ বাড়িয়ে নিতে পারেন। এক্ষেত্রে আপনাকে মেয়াদ বাড়ানোর জন্য নির্ধারিত ফি প্রদান করতে হবে। ৩০ দিন করে সর্বোচ্চ ২ বার ভিসার মেয়াদ বাড়ানো যায়।
দুবাই টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে এবং কোথায় জমা দিবেন তার বিস্তারিত নিয়ে আজকে আলোচনা করব। আশা করি পুরো লেখাটি মনোযোগ দিয়ে পরবেন। কোন বিষয় বুঝতে বা জানতে কমেন্ট করে জানাতে পারেন দুর্বা টিভির টিমকে। আমাদের টিম যথা সময় চেষ্টা করবে আপনার প্রশ্নর উত্তর দিতে। চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক।
দুবাই টুরিস্ট ভিসার জন্য আপনি দুইভাবে আবেদন করতে পারেন
- এয়ারলাইন্স এর মাধ্যমে
- ট্রাভেল এজেন্টের মাধ্যমে
টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
এয়ারলাইন্স এর মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়া সম্পকে জেনে নেই। প্রথমে এয়ারলাইন্সের মাধ্যমে দুবাই ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই এই একই এয়ারলাইন্সের টিকিট আপনাকে ক্রয় করতে হবে। যেসব এয়ারলাইন্সের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারেন সেগুলো হল।
ইতিহাদ এয়ারওয়েজ Etihad Airways
এমিরাতস এয়ারলাইন (Emirates Airline)
ফ্লাই দুবাই (Fly Dubai)
এয়ার এরাবিয়া (Air Arabia)
ঈতিহাদ এয়ারওয়েজ ভিসা সার্ভিস
ঈতিহাদের মাধ্যমে ভিসা আবেদন করার পর ৩ থেকে ৪ কর্ম দিবস সময় লাগে ভিসা পেতে এবং ভিসা ফি ফেরতযোগ্য নয়। সব ধরনের ভিসার মেয়াদ ৩০ দিন করে সর্বোচ্চ ২ বার বাড়ানো যায়। প্রতিবার ভিসার মেয়াদ বাড়াতে খরচ পরে ৯৬০ দিরহাম। নীচে টুরিস্ট ভিসার ধরন অনুযায়ী ভিসা ফি ও প্রয়োজনীয় তথ্য দেয়া হল। চলুন দেখে নেই কোন ধরনে ভিসার জন্য আপনি আবেদন করবেন এবং কত দিরহাম ফি জমা দেবেন।
টুরিস্ট ভিসার ধরন ভিসার মেয়াদ প্রবেশাধিকার ভিসা ফি
টুরিস্ট ভিসার ধরন |
ভিসার মেয়াদ |
প্রবেশাধিকার |
ভিসা ফি |
- সিঙ্গেল এন্ট্রি ৩০ ১ বার ৩৫০ দিরহাম
- মাল্টিপল এন্ট্রি ৩০ ১ এর অধিকবার ৬৫০ দিরহাম
- সিঙ্গেল এন্ট্রি (লং টার্ম) ৯০ ১ বার ১০০০ দিরহাম
- মাল্টিপল এন্ট্রি (লং টার্ম) ৯০ ১ এর অধিকবার ২৫০০ দিরহাম
প্রয়োজনীয় কাগজপত্র যা লাগবে
- পূরণ কৃত এপ্লিকেশন ফর্ম।
- ১ কপি ছবি। সাইজঃ ৬x৬ সেমি, ব্যাকগ্রাউন্ডঃ সাদা এবং চেহারার ৮০% দৃশ্যমান হতে হবে।
- ৬ মাসের মেয়াদ সম্পূর্ণ পাসপোর্ট।
- ১ কপি পাসপোর্টের স্ক্যান কপি।
- কনফার্ম টিকিট কপি। ঢাকা থেকে আবুধাবি এবং আবুধাবি থেকে ৩য় গন্তব্যের।
- পরিবারের সদস্য যেমন স্ত্রী, ১৮ বছরের কম বয়সী শিশু এবং 60 বছরের বেশি বয়সী পিতা –মাতার
- জন্য অবশ্যই সহায়ক প্রমানপত্র জমা দিতে হবে যা সম্পর্কের অবস্থা প্রমাণ করে। উদাহরণস্বরূপ,
- বিবাহের সনদপত্র বা জন্ম সনদপত্র।
এমিরাতস এয়ারলাইন ভিসা সার্ভিস
এমিরাতসের মাধ্যমে ভিসা আবেদন করার পর ৩ থেকে ৪ কর্ম দিবস সময় লাগে ভিসা পেতে এবং ভিসা ফি ফেরতযোগ্য নয়। সব ধরনের ভিসার মেয়াদ ৩০ দিন করে ২ বার বাড়ানো যায়। প্রতিবার ভিসার মেয়াদ বাড়াতে খরচ পরে ৮৫০ দিরহাম। নীচে টুরিস্ট ভিসার ধরন অনুযায়ী ভিসা ফি ও প্রয়োজনীয় তথ্য দেয়া হল।
টুরিস্ট ভিসার ধরন |
ভিসার মেয়াদ |
প্রবেশাধিকার |
ভিসা ফি |
সিঙ্গেল এন্ট্রি ৩০ ১ বার ৩৩০ দিরহাম
মাল্টিপল এন্ট্রি ৩০ ১ এর অধিকবার ৮০০ দিরহাম
সিঙ্গেল এন্ট্রি (লং টার্ম) ৯০ ১ বার ৬৫০ দিরহাম
মাল্টিপল এন্ট্রি (লং টার্ম) ৯০ ১ এর অধিকবার ১৭০০ দিরহাম
প্রয়োজনীয় কাগজপত্র যা লাগবে
- ১ কপি ল্যাব প্রিন্ট রঙ্গিন ছবি।
- ৩ মাস মেয়াদ সম্পূর্ণ পাসপোর্ট।
- পাসপোর্টের স্ক্যান কপি।
- এমিরাতস এয়ারলাইনের রিটার্ন টিকিট কপি।
ফ্লাই দুবাই ভিসা সার্ভিস
আপনি যদি ফ্লাই দুবাই এর সাহায্যে দুবাই টুরিস্ট ভিসা করতে চান কিংবা আপনি যদি এখন দুবাই থাকেন এবং আপনি চাচ্ছেন আপনার পরিবার, আত্মীয় বা বন্ধু-বান্ধবকে দুবাই টুরিস্ট হিসেবে নিয়ে যেতে, তাহলে দুবাই অথবা বাংলাদেশে অবস্থিত ফ্লাইদুবাই ট্রাভেল শপ এ আপনাকে যোগাযোগ করতে হবে। তবে যোগাযোগ করার আগে ফ্লাই দুবাইয়ের ভিসা এপ্লিকেশন ফর্ম পূরণ করে নিয়ে যেতে পারেন।
ফ্লাই দুবাই ভিসা এপ্লিকেশন ফর্ম পেতে নীচের লিঙ্কে ক্লিক করুন
Visa application form for friends and relatives.
Visa application form for immediate family
প্রয়োজনীয় কাগজপত্র যা লাগবে
- সঠিকভাবে পূরণকৃত ফ্লাই দুবাইয়ের ভিসা এপ্লিকেশন ফর্ম।
- ১ কপি ল্যাব প্রিন্ট রঙ্গিন ছবি।
- বৈধ পাসপোর্ট এবং পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে।
- পূর্বে দুবাই ভ্রমন করেছেন এর প্রমান হিসেবে আগে দুবাই প্রবেশের ভিসা কপি।
- ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম সনদপত্রের কপি।
- আরো পড়ুন: আমেরিকা যাওয়ার ডকুমেন্টস ডেলিভারির ঠিকানা নির্বাচন
- আরো পড়ুন: ইমিগ্রেশন এবং জাতীয়তা আইন (আইএনএ) ২২১(জি) এর আওতায় আবেদনটি প্রত্যাক্ষীত
- আরো পড়ুন: আমার পাসপোর্ট ট্র্যাক করা, পাসপোর্ট/ভিসা সংগ্রহ করার স্থান
এয়ার এরাবিয়া ভিসা সার্ভিস
আপনি যদি সংযুক্ত আরব আমিরাতে থাকেন এবং পরিবার, আত্মীয় বা বন্ধুদের জন্য ভিসার জন্য আবেদন করতে চান, তাহলে এয়ার আরবিয়ার সাহায্যে ভিসার জন্য আবেদন করতে পারেন। আবেদন করার জন্য দুবাই বা বাংলাদেশে এয়ার এরাবিয়ার সেলস অফিসে যোগাযোগ করতে পারেন।
প্রয়োজনীয় কাগজপত্র যা লাগবে
- আপনার সর্বনিন্ম বেতন হতে হবে ৩০০০ দিরহাম। (৩০ দিনের টুরিস্ট ভিসার জন্য)
- আপনার সর্বনিন্ম বেতন হতে হবে ৫০০০ দিরহাম। (৯০ দিনের টুরিস্ট ভিসার জন্য)
- পাসপোর্টের কপি ও ৩ মাসের মেয়াদ সম্পন্ন রেসিডেন্স ভিসা কপি।
- বিগত ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট
- সেলারি সার্টিফিকেট
- ন্যূনতম ৩ মাসের ভাড়াটে চুক্তি পত্র।
- ভ্রমনকারীর ২ কপি পাসপোর্টের স্ক্যান কপি। অবশ্যই পাসপোর্টের মেয়াদ ৬ মাস থাকতে হবে।
- সাদা বেকগ্রাউন্ড সহ ২ কপি ল্যাব প্রিন্ট ছবি।
- প্রত্যেক ভ্রমণকারীর জন্য ক্যাশ ডিপোজিট করতে হবে ২৫০০ দিরহাম।
ট্রাভেল এজেন্টের মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়া
সংযুক্ত আরব আমিরাতের লাইসেন্সপ্রাপ্ত ট্রাভেল এজেন্টের মাধ্যমে সিঙ্গেল বা মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আপনি আবেদন করতে পারেন। আবেদন করতে যেসব কাগজপত্র দরকার সেগুলো নিম্ন দেয়া হল।
- সঠিকভাবে পূরণকৃত ভিসা এপ্লিকেশন ফর্ম।
- ২ কপি ল্যাব প্রিন্ট ছবি জমা দিতে হবে (সাইজ হবে ৪৫ মি.মি X ৩৫ মি.মি)। ছবির ব্যাকগ্রাউন্ড হবে সাদা।
- নূন্যতম ৬ মাস মেয়েদ সম্পন্ন একটি পাসপোর্ট।
- আপনি যে পেশায় আছেন সে পেশার প্রমানপত্র।
- আপনার কোম্পানির লেটার হেডে একটা আন্ডার টেকিং লেটার দিতে হবে, এতে উল্লেখ থাকবে যে, কোন কারনে ভ্রমণকারী যদি ভিসার শর্ত ভঙ্গ করেন তাহলে এর দায়ভার উক্ত কোম্পানি বহন করবে।
- ভিসা অফিসার, এম্বাসি অফ দুবাই, ঢাকা বরাবর একটি ফরওয়ার্ডিং লেটার
- রিটার্ন এয়ার টিকেট বুকিং কপি।
- হোটেল বুকিং কপি।
- ভ্রমণকারীর ভিজেটিং কার্ড।
- যোগাযোগের জন্য দুটি ফোন নাম্বার। (বাংলাদেশী)
বি দ্রঃ দুবাই টুরিস্ট ভিসা প্রসেসিং লিংক সহ এ টু জেড সম্পর্কে আজকের আলোচনা সম্পর্কে আপনার মতামত কম্য। এছাড়া জেনে রাখা ভালো ভিসা প্রসেসের জন্য প্রদত্ত যেকোনো ডকুমেন্টস জাল প্রমাণিত হলে, আপনার ভিসার আবেদনটি নিশ্চিতভাবে প্রত্যাখ্যান হবে এবং ইহা আইনতঃ দন্ডনীয় অপরাধ।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।