দুবাই থেকে নিউইয়র্ক যাওয়া ২৬ মিনিটে !

গ্রাফিকস ছবিতে আকাশে উড়ছে বোম্বারডিয়ারের স্বপ্নের অ্যান্টিপড। ছবি : ফোর্বস ম্যাগাজিন
এনটিভি অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
বিমান আবিষ্কারের পর এ আকাশযানটির গতির ক্ষেত্রে যুগান্তকারী এক পরিবর্তন বুঝি হতে চলল।



কিন্তু বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং করপোরেশন আর প্রতিষ্ঠানটির কানাডার প্রকৌশলী চার্লস বোম্বেরডিয়ারের বরাতে ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে, খুব শিগগির নিউইয়র্ক থেকে দুবাইয়ের দূরত্ব ছয় হাজার ৮৩৬ মাইল পাড়ি দিতে সময় লাগবে মাত্র ২২ মিনিট! ম্যাগাজিনটির মতে, শুনতে অবিশ্বাস্য মনে হলেও চার বছর পর এটাই নাকি হবে আকাশযানের বাস্তবতা।

আকাশযানের গতির বিষয়ে চার্লস বোম্বারডিয়ার আবিষ্কৃত সূত্র মেনে ‘অ্যান্টিপড’ নামে বিশেষ এই বিমানটি তৈরির চেষ্টা করছে বোয়িং করপোরেশন। এই প্রচেষ্টায় সফলতাও এসেছে অনেকখানি। প্রাথমিকভাবে একসঙ্গে ১০ জন যাত্রী উঠতে পারবেন বিমানটিতে। পর্যায়ক্রমে আরো বেশি যাত্রী নিয়ে উড়বে নতুন যুগের এ বিমানটি।

ফোর্বসের দেওয়া তথ্য অনুযায়ী নিউইয়র্ক থেকে বিশ্বের বিভিন্ন শহরের দূরত্ব ও অ্যান্টিপডের ভ্রমণ সময়

  • নিউইয়র্ক থেকে লন্ডন (৩৪৫৯ মাইল) : সময় ১১ মিনিট
  • নিউইয়র্ক থেকে প্যারিস (৩৬২৫ মাইল) : সময় ১২ মিনিট
  • নিউইয়র্ক থেকে দুবাই (৬৮৩৬ মাইল) : সময় ২২ মিনিট
  • নিউইয়র্ক থেকে টোকিও (৬৭৩৭ মাইল) : সময় ২২ মিনিট
  • নিউইয়র্ক থেকে সাংহাই (৭৩৬৪ মাইল) : সময় ২৪ মিনিট
  • নিউইয়র্ক থেকে সিডনি (৯৯২৯ মাইল) : সময় ৩২ মিনিট

চার্লসের নকশা করা অ্যান্টিপড উড়বে বৈদ্যুতিক শক্তির মাধ্যমে। হাইড্রোজেন পুড়িয়ে এবং তরল অক্সিজেন সংকুচিত করে তৈরি হবে বিমানটির অবিশ্বাস্য গতি। ফোর্বস জানিয়েছে, বর্তমানে পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী বিমানটির গতি ঘণ্টায় ৫৭০ মাইল। কিন্তু অ্যান্টিপড ৪০ হাজার ফুট উঁচু দিয়ে ঘণ্টায় ১৮ হাজার ৬০০ মাইল গতিতে উড়বে।



চার্লস জানান, ‘এটা এখনো একটা স্বপ্ন। তবে সত্যি বলতে গেলে বলতে হয়, হয়তো খুব তাড়াতাড়ি এই স্বপ্ন সত্যি করে ফেলব আমরা।’ তিনি আরো জানান, প্রচলিত ব্যবস্থায় বিপুল এই গতিতে যাত্রীদের নানাবিধ সমস্যা হতে পারে। এখন অ্যান্টিপডের যাত্রীদের গতির সঙ্গে কীভাবে তাল মেলানো যায়, তা নিয়েই কাজ করছেন চার্লসের দল।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *