জেনে নিন নারিকেল তেল-দারুচিনিতে ব্রণ নিরাময় করবে যেভাবে। আসুন এ বিষয়ে আজকে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া যাক। শীতকালে অনেকেরই দেখা দেয় ত্বকের নানারকম সমস্যা। এসব সমস্যার মধ্যে র্যাশ বা ব্রণ হলো অন্যতম। নিয়মিত নারিকেল তেল আর দারুচিনির ব্যবহারে কমতে পারে এর সমাধান। নারিকেল তেল আর দারুচিনি দুইয়েরই অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে যা ব্রণ কমাতে সহায়ক। চলুন জেনে নিই নারিকেল তেল আর দারুচিনির ফেসপ্যাক।
- আরো পড়ুন: শীতে ত্বক ও চুলের যত্নে যা খাবেন
- আরো পড়ুন: মেছতা কেন হয়, করণীয় কি?
- আরো পড়ুন: জিরা ত্বক উজ্জ্বল ও টানটানে রাখবে
তাহলে চলুন জেনে নেওয়া যাক নারিকেল তেল-দারুচিনিতে ব্রণ নিরাময় করবে যেভাবে
ফেসপ্যাকটি তৈরিতে যা লাগবে:
1. ১ চা চামচ নারিকেল তেল
2. ১ চা চামচ দারুচিনি গুঁড়ো
পদ্ধতি:
১. দারুচিনি গুঁড়ো আর নারিকেল তেল একসাথে মিশিয়ে পেস্টের মতো করে নিন।
২. ব্রনের উপর লাগিয়ে আধঘণ্টা রেখে দিন।
৩. ৩০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ বার করতে হবে।
- আরো পড়ুন: পাকা আমের ফেসপ্যাক থেকে পান উজ্জ্বল ত্বক
- আরো পড়ুন: অল্প সময়ে পরিপাটি মেকআপ লুক
- আরো পড়ুন: লিচু দিয়ে রূপচর্চা
এছাড়াও নারিকেল তেল ত্বকের ক্ষতিকর ব্যাকটেরিয়া নষ্ট করে ত্বকে সংক্রমণ প্রতিরোধ করে। ত্বকে কোনরকম জ্বালাপোড়া ভাব হলেও তা কমাতে নারিকেল তেলের ব্যবহার যথেষ্ট কার্যকর। শুষ্ক ত্বকের পক্ষে নারকেল তেল একটি ভালো ময়শ্চারাইজ়ার।
সতর্কতা: দারুচিনির কারণে ত্বকে জ্বালা করতে পারে। আপনার ত্বকের সহনক্ষমতা অনুসারে দারুচিনির পরিমাণ কমাতে বা বাড়াতে পারেন।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।