বিনোদন প্রতিনিধি :: করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শামীমা ইসলাম তুষ্টি। গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করে তুষ্টি। তিনি জানান, ‘আমার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আপাতত বাসায় কোয়ারেন্টাইনে আছি। তেমন কোনো শারীরিক সমস্যা অনুভব করছি না। বেশ ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন।’
নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তুষ্টি জানায় ‘আমি অসচেতন, অসচেতন শুটিং ব্যবস্থাপনা ও অনান্য সকল কিছুর জন্য আমাদের এখনি শক্ত হাতে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কারণ সবাই সুস্থ থাকুক এটাই চাই।’
তুষ্টির হাতেখড়ি লোকনাট্য দলের পিপলস লিটল থিয়েটারের মাধ্যমে অভিনয়ে । ‘সিন্ডারেলা’ নাটকটি এই থিয়েটারে প্রথম অভিনয় করেন। টিভি নাটকের পাশাপাশি তুষ্টি নাম লিখিয়েছেন বড় পর্দায়। ‘নন্দিত নরকে’, ‘লাল সবুজ’, ‘স্বপ্ন ডানায়’ তুষ্টি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র।